Apenthesis -এর অর্থ –
A
স্বরসংগতি
B
স্বরাগম
C
অভিশ্রুতি
D
অপিনিহিতি
উত্তরের বিবরণ
Apenthesis শব্দটি প্রকৃতপক্ষে Aposiopesis-এর রূপভেদ, যার অর্থ হলো — অপিনিহিতি অর্থাৎ বাক্য ইচ্ছে করে অসমাপ্ত রেখে দেওয়া।

0
Updated: 1 month ago
'Attested' -এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 4 days ago
A
অনুমোদিত
B
যাচাইকৃত
C
সত্যায়িত
D
প্রমাণিত
‘Attested’ শব্দটি ইংরেজি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইনি শব্দ, যার অর্থ হলো সত্যায়িত বা সত্য প্রমাণিত। সাধারণভাবে এটি এমন একটি প্রক্রিয়াকে নির্দেশ করে যেখানে কোনো নথি, তথ্য, বা স্বাক্ষরের সত্যতা আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়। বাংলায় ‘Attested’ শব্দের পরিভাষা হিসেবে “সত্যায়িত” শব্দটি ব্যবহৃত হয়, যা বোঝায় — “যা সত্য বলে স্বীকৃত বা যাচাই করা হয়েছে”।

0
Updated: 4 days ago
সমাস ভাষাকে -
Created: 5 months ago
A
সংক্ষেপ করে
B
বিস্তৃত করে
C
ভাষারূপ ক্ষুন্ন করে
D
অর্থবোধক করে
♦ সমাস:
- অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
- সমাস অর্থ হল সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি।
- সমাসের কাজ হলো ভাষাকে সংক্ষেপ করা, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা, শব্দ গঠন প্রভৃতি।
- সমাস ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বে আলেচিত হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 5 months ago
‘Notification’ -এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
বিজ্ঞাপন
B
বিজ্ঞপ্তি
C
বিজ্ঞপ্তি ফলক
D
প্রজ্ঞাপন
‘Notification’ শব্দের বাংলা পারিভাষিক অর্থ হলো প্রজ্ঞাপন। ভাষাগত ও পারিভাষিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিম্নরূপ:
-
Announcement – ঘোষণা
-
Advertisement – বিজ্ঞাপন
-
Notice – বিজ্ঞপ্তি
-
Notify – প্রজ্ঞাপিত করা
-
Commandment – ঐশ্বিক আদেশ
-
Declaration – ঘোষণা; বিঘোষণ; প্রখ্যাপন
-
Navigator – নাবিক
-
Negotiation – আলাপ আলোচনা, কথাবার্তা
-
N.B (Nota Bene) – লক্ষ্মনীয়
-
Nominal – নামমাত্র
-
Non-alignment – জোট নিরপেক্ষতা

0
Updated: 1 month ago