A
শৈব
B
সৌর
C
দৈব
D
চৈত্র
উত্তরের বিবরণ
উপাসক অর্থে: শিব + ষ্ণ = শৈব। সম্পর্ক বোঝাতে: দেব + ষ্ণ = দৈব, চিত্র + ষ্ণ = চৈত্র। কিন্তু বিশেষ নিয়মে: সূর্য + ষ্ণ (অ) = সৌর।

0
Updated: 22 hours ago
'গিন্নি' কোন শ্রেণির শব্দ?
Created: 3 days ago
A
দেশি
B
বিদেশি
C
তদ্ভব
D
অর্ধ-তৎসম
অর্ধ-তৎসম শব্দ
বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ সামান্য পরিবর্তনের মাধ্যমে ব্যবহৃত হয়। এ ধরনের শব্দকে বলা হয় অর্ধ-তৎসম শব্দ।
-
‘তৎসম’ মানে হচ্ছে সরাসরি সংস্কৃত শব্দ।
-
আর ‘অর্ধ-তৎসম’ বলতে বোঝায় আধা সংস্কৃত বা কিছুটা পরিবর্তিত রূপ।
উদাহরণ
👉 গিন্নি একটি অর্ধ-তৎসম শব্দ।
এটি এসেছে সংস্কৃত শব্দ গৃহিণী থেকে। উচ্চারণ ও রূপে সামান্য পরিবর্তন হয়ে বাংলায় গিন্নি রূপে প্রচলিত হয়েছে।
অতিরিক্ত তথ্য
নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণের সর্বশেষ (২০১৯) সংস্করণে শব্দের শ্রেণিবিভাগ থেকে অর্ধ-তৎসম শব্দের আলাদা শ্রেণি রাখা হয়নি। তবে বিভিন্ন চাকরির পরীক্ষায় এখনো এ বিষয় থেকে প্রশ্ন আসে। তাই শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ টপিক।
উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 days ago
'রি রি করা' বলতে বোঝায়?
Created: 5 days ago
A
তীব্র ব্যথা
B
ঘৃণা করা
C
তীব্র ক্রোধ
D
মাথা ব্যাথা
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ ভাষারঙ্গ
১. অব্যয় – রি রি
-
অর্থ: তীব্র ক্রোধ বা অন্য কোনো তীব্র অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত শব্দ
-
বাক্য উদাহরণ: রাগে গা রি রি করছে।
২. বাগধারা
বাগধারা | অর্থ |
---|---|
অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
কেউকেটা | সামান্য |
অকূল পাথার | ভীষণ বিপদ |
আদায় কাঁচকলায় | শত্রুতা |
উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 5 days ago
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
Created: 1 month ago
A
কল্যাণীয়াষু
B
সুচরিতেষু
C
শ্রদ্ধাস্পদাসু
D
প্রীতিভাজনেষু
• পত্রে নারীকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত শব্দ- শ্রদ্ধাস্পদাসু।
• শ্রদ্ধাভাজন, স্নেহভাজন নারীদের লিখিত পত্রের সম্বোধনগুলো হলো:
- শ্রদ্ধাভাজনাসু, শ্রদ্ধাস্পদাসু, কল্যাণীয়াসু ইত্যাদি।
• শ্রদ্ধাভাজন, স্নেহভাজন পুরুষ ও বন্ধুদের লিখিত পত্রের সম্বোধনগুলো হলো:
- শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু, সুচরিতেষু, প্রীতিভাজন ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago