A
কর্তৃকারকে ৭মী
B
কর্মকারকে শূন্য
C
কর্তৃকারকে শূন্য
D
করণ কারকে শূন্য
উত্তরের বিবরণ
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। 'পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে' - বাক্যে 'জল' কর্ম কারকে শূন্য বিভক্তি।
কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।

0
Updated: 22 hours ago
‘পড়ায় আমার মন বসে না’- এখানে ‘পড়ায়’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 2 weeks ago
A
কর্মকারকে ৭মী বিভক্তি
B
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
C
অপাদান কারকে ৭মী বিভক্তি
D
করণ কারকে ৭মী বিভক্তি
‘পড়ায় আমার মন বনে না’ – এখানে ‘পড়ায়’ কর্ম কারকে ৭মী বিভক্তি। কিসে প্রশ্ন করলে ‘পড়া’ পাওয়া যায় যেহেতু এটি কর্মকারক।

0
Updated: 2 weeks ago
'জলে কুমির ডাঙায় বাঘ।' - এখানে 'জলে' কোন কারকে কোন বিভক্তি?
Created: 3 months ago
A
অপাদানে সপ্তমী
B
কর্মে সপ্তমী
C
অপাদানে তৃতীয়া
D
অধিকরণে সপ্তমী
অধিকরণ কারক
– যে কারকে স্থান, কাল, বিষয় বা ভাব বোঝায়, তাকে অধিকরণ কারক বলা হয়। এই কারকের সঙ্গে সাধারণত "এ", "য়", "য়ে", "তে" ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
উদাহরণ:
– কাননে কুসুমকলি সকলি ফুটিল।
– এ দেহে প্রাণ নেই।
– জলে কুমির, ডাঙায় বাঘ। (অধিকরণে সপ্তমী)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি, ২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি (সপ্তম শ্রেণি)।

0
Updated: 3 months ago
নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
Created: 3 months ago
A
ঘোড়াকে চাবুক মার
B
ডাক্তার ডাক
C
গাড়ি স্টেশন ছেড়েছে
D
মুষলধারে বৃষ্টি পড়ছে
করণ কারক
যে কারো মাধ্যমে বা যার সাহায্যে কোনো কাজ বা ক্রিয়া সম্পন্ন হয়, তাকে করণ কারক বলা হয়। ‘করণ’ শব্দের অর্থ হল উপায় বা সহায়ক মাধ্যম।
বাক্যের ক্রিয়াপদকে যদি ‘কার দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করা হয় এবং যে উত্তর পাওয়া যায়, সেটিই করণ কারক।
করণ কারকের বিভিন্ন বিভক্তি ও ব্যবহার
১. প্রথমা বা শূন্য বিভক্তি
উদাহরণ:
-
ছাত্ররা বল খেলে।
-
ঘোড়াকে চাবুক মার।
২. তৃতীয়া বা দ্বারা বিভক্তি
উদাহরণ:
-
লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
-
মন দিয়া কর সবে বিদ্যা অর্জন। (দিয়া বিভক্তিও ব্যবহার হয়)
৩. সপ্তমী বা এ বিভক্তি
উদাহরণ:
-
ফুলে ফুলে ঘর ভরেছে।
-
জ্ঞানে বিমল আনন্দ হয়।
৪. তে বিভক্তি
উদাহরণ:
-
লোকটা জাতিতে বৈষ্ণব।
৫. য় বিভক্তি
উদাহরণ:
-
চেষ্টায় সব হয়।
সূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
বাংলা ভাষার ব্যাকরণ – নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ

0
Updated: 3 months ago