Phoneme শব্দের অর্থ –
A
শব্দমূল
B
নাম প্রকৃতি
C
রূপ
D
ধ্বনিমূল
উত্তরের বিবরণ
ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বা একককে বলা হয় ধ্বনিমূল বা phoneme। এই ধ্বনিমূল বা phoneme থেকেই ধ্বনিতত্ত্বের নাম হয়েছে Phonology।

0
Updated: 1 month ago
‘জিজীবিষা' শব্দটির অর্থ কী?
Created: 1 month ago
A
জীবননাশের ইচ্ছা
B
বেঁচে থাকার ইচ্ছা
C
জীবনকে জানার ইচ্ছা
D
জীবন-জীবিকার পথ
জিজীবিষা একটি বিশেষ্য পদ, যার অর্থ হলো বেঁচে থাকার ইচ্ছা বা জীবনের আকাঙ্খা। সুধীন্দ্রনাথ দত্ত উল্লেখ করেছেন যে এটি তখনকার মরণাতঙ্কের সরাসরি উত্তরসাক্ষ্য নয়। সহজভাবে বললে, ‘বাঁচতে ইচ্ছা’-কে এক কথায় প্রকাশ করা যায় জিজীবিষা হিসেবে।
একই ধরনের অন্যান্য এক কথায় প্রকাশগুলো হলো:
-
হনন করার ইচ্ছা – জিঘাংসা
-
গমন করার ইচ্ছা – জিগমিষা
-
বিজয় লাভের ইচ্ছা – বিজিগীষা
-
জয় করার ইচ্ছা – জিগীষা
-
নিন্দা করার ইচ্ছা – জুগুপ্সা
-
ভোজন করার ইচ্ছা – বুভুক্ষা
-
লাভ করার ইচ্ছা – লিপ্সা
-
দেখবার ইচ্ছা – দিদৃক্ষা
-
বলবার ইচ্ছা – বিবক্ষা

0
Updated: 1 month ago
'অনীক' শব্দের অর্থ -
Created: 2 months ago
A
সূর্য
B
সমুদ্র
C
যুদ্ধক্ষেত্র
D
সৈনিক
‘অনীক’ শব্দের অর্থ - সৈনিক বা সেনাবাহিনী।
• অনীক (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √অন্+ঈক
অর্থ:
- যুদ্ধ।
- সেনাবাহিনী।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 2 months ago
'অভিনব' শব্দের সঠিক অর্থ কোনটি?
Created: 1 week ago
A
জনশ্রুতি
B
ধরন
C
আলোকসজ্জা
D
নব উদ্ভাবিত
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘অভিনব’ শব্দের সঠিক অর্থ- নব উদ্ভাবিত।

0
Updated: 6 days ago