উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ড বাক্যের শেষে) বসাতে হবে –
A
কমা
B
কোলন
C
কোলন ড্যাস
D
হাইফেন
উত্তরের বিবরণ
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খন্ড বাক্যের শেষে) কমা বসাতে হবে। যেমন - অধ্যক্ষ বললেন, "ছুটি পাবেন না। "

0
Updated: 1 month ago
বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
Created: 3 weeks ago
A
বাক্য সংকোচনের জন্য
B
বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
C
বাক্যের সৌন্দর্যের জন্য
D
বাক্যকে অলংকৃত করার জন্য
যতিচিহ্ন, বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়।

0
Updated: 3 weeks ago
সম্বোধন পদে কোন যতি চিহ্ন বসে?
Created: 2 months ago
A
কমা
B
ড্যাস
C
সেমিকোলন
D
হাইফেন
সম্বোধন পদে সাধারণত কমা (,) যতি চিহ্ন বসে। সম্বোধনের পরে কমা ব্যবহার করে বাক্যের মূল বক্তব্য থেকে সম্বোধনটিকে পৃথক করা হয়। উদাহরণস্বরূপ:
হে বন্ধু, তোমাকে দেখার অপেক্ষায় আছি।
প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে পড়বে।

0
Updated: 2 months ago
একই ধরনের বৰ্গকে পাশাপাশি সাজাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
সেমিকোলন
B
কমা
C
কোলন
D
হাইফেন
সেমিকোলন (;)
স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বৰ্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়। সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।
যেমন:
সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।
কোনো বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ নয়।
তিনি পড়েছেন বিজ্ঞান; পেশা ব্যাংকার; আর নেশা সাহিত্যচর্চা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago