নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?
A
শুকনো
B
সাথে
C
জুতা
D
বুনো
উত্তরের বিবরণ
জুতা - জুতা, সহিত - সাথে, বন্য - বুনো, শুষ্ক - শুকনো।

0
Updated: 1 month ago
নিচের কোনটি ফারসি শব্দ?
Created: 2 weeks ago
A
ময়দা
B
কোর্মা
C
তারিখ
D
শরবতি
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ময়দা ফারসি শব্দ।
অন্যদিকে,
- কোর্মা তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
- তারিখ ও শরবতি আরবি ভাষা থেকে আগত শব্দ।

0
Updated: 2 weeks ago
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারক কে?
Created: 3 weeks ago
A
বড়ু চণ্ডীদাস
B
হরপ্রসাদ শাস্ত্রী
C
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
D
বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ
শ্রীকৃষ্ণকীর্তন একটি বৈষ্ণব কাব্য যা রচনা করেছেন বড়ু চণ্ডীদাস। যদিও রচনাকাল সঠিকভাবে নির্ণীত হয়নি, এটি সাধারণত প্রাকচৈতন্য যুগের (খ্রিস্টীয় ১৪শ শতক) মনে করা হয়। ১৩১৬ বঙ্গাব্দে (খ্রি. ১৯০৯) বসন্তরঞ্জন রায় পুথিটি আবিষ্কার করেন, যা বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর নিকট থেকে পাওয়া যায়। এটি মধ্যযুগের বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক কাব্যগ্রন্থ।
-
কাব্যের কাঠামো:
-
মোট ১৩ খন্ডে বিভক্ত
-
মোট ৪১৮টি পদে বিন্যস্ত
-
-
প্রধান চরিত্র:
-
রাধা
-
কৃষ্ণ
-
বড়ায়ি
-
উৎস:

0
Updated: 3 weeks ago
পরে উচ্চারিত হওয়া ‘ই/উ’ আগে উচ্চারিত হওয়াকে কী বলে?
Created: 3 weeks ago
A
অন্তর্হতি
B
অপিনিহিতি
C
সম্প্রকর্ষ
D
অভিশ্রতি
অপিনিহিতি হলো সেই প্রক্রিয়া যেখানে পরে উচ্চারিত হওয়া ‘ই’ বা ‘উ’ ধ্বনি আগে উচ্চারিত হয়ে আসে।
-
উদাহরণ:
-
চারি → চাইর
-
মারি → মাইর
-

0
Updated: 3 weeks ago