'নতুন ধান্যে হবে নবান্ন।' - বাক্যে 'নতুন ধান্যে' কোন কারক?
A
কর্তা
B
কর্ম
C
করণ
D
অধিকরণ
উত্তরের বিবরণ
করণ কারক
'করণ' শব্দের অর্থ হলো যন্ত্র, উপকরণ বা সহায়ক। যে যন্ত্র, উপায় বা উপকরণের মাধ্যমে কোনো কাজ বা ক্রিয়া সম্পন্ন হয়, তাকে করণ কারক বলে।
বাক্যে ক্রিয়াপদের সঙ্গে “কীসের দ্বারা” বা “কী উপায়ে” প্রশ্ন করলে যে উত্তর মেলে, সেটিকেই করণ কারক ধরা হয়।
উদাহরণ:
-
সাধনার মাধ্যমে জগতে কীর্তিমান হও।
-
এই সাবানে কাপড় ধোয়া যাবে না।
-
নতুন ধান্যেই নবান্ন হবে।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি — নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি — সপ্তম শ্রেণি।
0
Updated: 5 months ago
'মহাতেজে পৃথিবী কম্পিত হইতেছে।' - এখানে 'মহাতেজে' কোন কারক?
Created: 3 weeks ago
A
কর্ম
B
অধিকরণ
C
অপাদান
D
করণ
করণ কারক হলো সেই কারক যা ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ক নির্দেশ করে।
-
সাধারণভাবে, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে “কী দ্বারা” বা “কী উপায়ে” প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, সেটিই করণ কারক।
উদাহরণ:
-
নীরা কলম দিয়ে লেখে। (কলম → করণ কারক)
-
জগতে কীর্তিমান হও সাধনায়। (সাধনা → করণ কারক)
-
এ সাবানে কাপড় কাচা চলবে না। (সাবান → করণ কারক)
-
মহাতেজে পৃথিবী কম্পিত হইতেছে। (মহাতেজ → করণ কারক)
0
Updated: 3 weeks ago
'অহংকার পতনের মূল।'- বাক্যে 'অহংকার' শব্দটি কোন কারক?
Created: 1 month ago
A
কর্তা কারক
B
কর্ম কারক
C
করণ কারক
D
অপাদান কারক
করণ কারক
-
সংজ্ঞা: যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে করণ কারক বলে।
-
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
-
চিন্তাধারা: বাক্যস্থ ক্রিয়াপদের সঙ্গে ‘কিসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাই করণ কারক।
উদাহরণ:
-
‘অহংকার পতনের মূল।’ – এখানে ‘অহংকার’ শব্দটি করণ কারক।
-
‘এ পেন্সিলে ভালো লেখা হয়।’ – ‘কিসের দ্বারা’ প্রশ্ন করলে উত্তর হবে ‘পেন্সিলে’, তাই এটি করণ কারক।
ভেদ:
-
একবচনে করণ কারক প্রায়ই ৭মী বিভক্তিতে প্রকাশ পায়: এ, য়, তে, এতে ইত্যাদি।
0
Updated: 1 month ago
"চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।" - নিম্নরেখ অংশটুকু কোন কারক?
Created: 2 months ago
A
কর্মকারক
B
করণ কারণ
C
সম্বন্ধ কারক
D
অপাদান কারক
করণ কারক
-
সংজ্ঞা: যে উপায়ে বা যার দ্বারা কর্তা কোনো ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
-
চিহ্নিত করা হয় সাধারণত “দ্বারা, দিয়ে, কর্তৃক” ইত্যাদি অনুসর্গ দ্বারা।
উদাহরণ:
-
ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
-
চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 2 months ago