A
John Keats
B
William Blake
C
Benjamin Franklin
D
Alexander Pope
উত্তরের বিবরণ
উক্তি: “Fools rush in where angels fear to tread”
এই বিখ্যাত উক্তিটি মূলত Alexander Pope-এর। এটি এসেছে তার “An Essay on Criticism” কবিতা থেকে। উক্তিটির তাৎপর্য হলো— মানুষ প্রায়শই না ভেবেই, না বুঝেই বিপজ্জনক বা জটিল পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে; অথচ জ্ঞানী, অভিজ্ঞ ও সতর্ক মানুষরা সেই কাজ করতে ভয় পান। অর্থাৎ, যে কাজ জ্ঞানীরা গভীর চিন্তাভাবনা করে করেন বা একেবারেই করেন না, সেখানে মূর্খরা অতিরিক্ত সাহস দেখিয়ে ঝুঁকিতে জড়িয়ে পড়ে। এটি মূলত অবিবেচক সাহসিকতার প্রতি একটি সতর্কবার্তা।
সঠিক উত্তর: Alexander Pope
বিস্তারিত আলোচনা
• An Essay on Criticism
Alexander Pope-এর একটি didactic poem (শিক্ষামূলক কবিতা)।
লেখা হয়েছে heroic couplets (দ্বিপদী ছন্দ)-এ।
কাব্যটি আংশিকভাবে Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত।
প্রকাশকাল: 1711 (আপনার লেখায় 1811 লেখা হয়েছিল, আসলে 1711 সঠিক তারিখ)।
• Alexander Pope (1688–1744)
ইংরেজি সাহিত্যের অন্যতম epigrammatic poet (সংক্ষিপ্ত অথচ গভীর উক্তির কবি)।
ইংরেজি Augustan Age-এর প্রধান কবি ও ব্যঙ্গকার।
তাকে বলা হয়— “The Mock-Heroic Poet”।
তার কাব্যে রসিকতা, ব্যঙ্গ এবং শৈল্পিক সৌন্দর্য একসাথে মিশে আছে।
Alexander Pope-এর উল্লেখযোগ্য রচনা
An Essay on Criticism
The Rape of the Lock
The Dunciad
An Essay on Man
Eloisa to Abelard
Windsor-Forest
Alexander Pope-এর বিখ্যাত উক্তি
“A little learning is a dangerous thing.”
“To err is human, to forgive, divine.”
“Fools rush in where angels fear to tread.”
“Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.”
“Hope springs eternal in the human breast.”
“The proper study of mankind is man.”
Source: Britannica

0
Updated: 23 hours ago
‘The Rape of the Lock’ by Alexander Pope is a/an –
Created: 4 weeks ago
A
epic
B
ballad
C
mock-heroic poem
D
elegy
Mock-heroic poet হিসেবে খ্যাত Alexander Pope এর একটি বিখ্যাত mock-heroic poem হলো- 'The Rape of the Lock'। এই কবিতাটি গুরুগম্ভীর হলেও হাস্যরসে মিশ্রিত। তাঁর আরো কয়েকটি বিখ্যাত রচনা হলো- An Essay on Man, An Essay on Criticism, The Dunciad ইত্যাদি।

0
Updated: 4 weeks ago