‘পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে’ – বাক্যে ‘জল’ কোন কারকে কোন বিভক্তি?
A
কর্তৃকারকে ৭মী
B
কর্মকারকে শূন্য
C
কর্তৃকারকে শূন্য
D
করণ কারকে শূন্য
উত্তরের বিবরণ
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। 'পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে' - বাক্যে 'জল' কর্ম কারকে শূন্য বিভক্তি।
কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।

0
Updated: 1 month ago
"মেঘে মেঘে ঢেকে গেছে আকাশ।" - এ বাক্যে "মেঘে মেঘে" কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
অধিকরণে ৭মী
B
কর্মে শূন্য
C
করণে ৭মী
D
অধিকরণে শূন্য
করণ কারক
-
সংজ্ঞা: যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে করণ কারক বলা হয়।
-
অর্থাৎ, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ক করণ কারক।
-
সহজভাবে বলতে গেলে, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাই করণ কারক।
একবচনে ব্যবহৃত ৭মী বিভক্তি: এ, য়, তে, এতে ইত্যাদি।
উদাহরণ বাক্য:
মেঘে মেঘে ঢেকে গেছে আকাশ।
-
প্রশ্ন: কিসের দ্বারা ঢেকে গেছে?
-
উত্তর: মেঘে মেঘে
-
এখানে ‘মেঘে মেঘে’ করণ কারক হিসেবে ৭মী বিভক্তি ধারণ করছে।
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষাশিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 2 months ago
A
করণে ৭মী
B
কর্মে ৭মী
C
অপাদানে ৭মী
D
অধিকরণে ৭মী
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কাকে বলে। কর্ম দুপ্রকার: মুখ্যকর্ম গৌণকর্ম। যেমন: বাবা আমাকে (গৌণকর্ম) একটি কলম (মুখ্যকর্ম) কিনে দিয়েছেন। সপ্তমী বিভক্তির আকৃতি (একবচনে) এ, (য়), য়, তে, এতে। (বহুবচনে) দিগে, দিগেতে, গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে।

0
Updated: 2 months ago
দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে।- এখানে ‘ছাত্রটিকে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
কর্তায় দ্বিতীয়া
B
করণে দ্বিতীয়া
C
অধিকরণে দ্বিতীয়া
D
কর্মকারকে
কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। দ্বিতীয়া বিভক্তির উদারহণ একবচন - অ, এ, (য়) তে, এতে। বহুবচন - রা, এরা, গুলি (গুলো) গণ।

0
Updated: 1 month ago