A
Gulliver’s Travels
B
Robinson Crusoe
C
Pride and Prejudice
D
Moby-Dick
উত্তরের বিবরণ
জনাথন সুইফট (Jonathan Swift) এবং তাঁর বিখ্যাত রচনা
জনাথন সুইফট ছিলেন একজন বিখ্যাত আয়ারিশ লেখক ও হাস্যরসাত্মক সাহিত্যিক। তাঁর সবচেয়ে প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ রচনা হলো Gulliver’s Travels, যা প্রথম প্রকাশিত হয় ১৭২৬ সালে। এটি শুধু বিনোদনমূলক নয়, বরং সমাজ, রাজনীতি এবং মানবস্বভাব নিয়ে গভীর ব্যঙ্গাত্মক সমালোচনার জন্য সাহিত্যের এক অনন্য ক্লাসিক।
উপন্যাসে Lemuel Gulliver-এর ভ্রমণ কাহিনী বর্ণিত হয়েছে, যেখানে তিনি বিভিন্ন কল্পিত দেশে যান এবং নানা অদ্ভুত অভিজ্ঞতার মাধ্যমে মানুষের অহংকার, দম্ভ, স্বার্থপরতা ও সামাজিক অন্যায়কে উন্মোচন করেন। ফলে বইটি একইসাথে শিক্ষামূলক ও বিনোদনমূলক সাহিত্য হিসেবে সুপরিচিত।
সঠিক উত্তর: ক) Gulliver’s Travels
বিস্তারিত আলোচনা
• Jonathan Swift
তিনি ছিলেন একজন Anglo-Irish author এবং clergyman।
ইংরেজি সাহিত্যের সর্বাধিক খ্যাতিমান prose satirist বা ব্যঙ্গকার হিসেবে বিবেচিত।
তাঁর অন্যতম পরিচিত ছদ্মনাম: Isaac Bickerstaff।
তাঁর লেখা Gulliver’s Travels ইংরেজি ব্যঙ্গসাহিত্যের সেরা উদাহরণগুলোর একটি।
তাঁর উল্লেখযোগ্য রচনা
Gulliver’s Travels
A Tale of a Tub
A Modest Proposal
The Battle of the Books
অপশনভিত্তিক বিশ্লেষণ
খ) Robinson Crusoe
রচয়িতা: Daniel Defoe
কাহিনী: এক নাবিক দুর্গম দ্বীপে একা টিকে থাকার গল্প।
এটি সুইফটের লেখা নয়।
গ) Pride and Prejudice
রচয়িতা: Jane Austen
একটি বিখ্যাত সামাজিক উপন্যাস।
সুইফটের রচনা নয়।
ঘ) Moby-Dick
রচয়িতা: Herman Melville
কাহিনী: Captain Ahab ও বিশাল সাদা তিমি Moby-Dick-এর গল্প।
এটিও সুইফটের রচনা নয়।
Source: Britannica

0
Updated: 23 hours ago
What was the height of Gulliver compared to the Lilliputians?
Created: 2 weeks ago
A
About twenty times taller
B
About twelve times taller
C
About thirty times taller
D
About forty times taller
গালিভারের উচ্চতা ছিল প্রায় ছয় ফুট, আর লিলিপুটবাসীরা মাত্র ছয় ইঞ্চি লম্বা। তাই তুলনায় গালিভার ছিল প্রায় ১২ গুণ লম্বা। এজন্য সে তাদের কাছে ভয়ংকর দৈত্যের মতো দেখাত। আকারের এই পার্থক্যই কাহিনির হাস্যরস ও ব্যঙ্গকে বাড়িয়ে তুলেছে।

0
Updated: 2 weeks ago
What does the conflict between Lilliput and Blefuscu mainly symbolize?
Created: 2 weeks ago
A
Struggles between kings and common people
B
Religious and political disputes in Europe
C
Difference between science and superstition
D
Trade rivalry among sea nations
লিলিপুট ও ব্লেফুস্কুর ডিম ভাঙার রীতি নিয়ে বিরোধ আসলে ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের দ্বন্দ্বের প্রতীক। ছোট কারণে বড় যুদ্ধ শুরু হয়, যা মানুষের অন্ধ ধর্মীয় ও রাজনৈতিক বিভাজনের ব্যঙ্গচিত্র। সুইফট এখানে দেখিয়েছেন কিভাবে তুচ্ছ বিষয় থেকেও ভয়াবহ সংঘাত জন্মায়।

0
Updated: 2 weeks ago
Who was Glumdalclitch in Gulliver’s Brobdingnag adventure?
Created: 2 weeks ago
A
A farmer’s daughter who cared for him
B
The Queen’s maid of honor
C
The King’s youngest daughter
D
A magician from the court
গ্লামডালক্লিচ ছিল কৃষকের কন্যা, যিনি গালিভারকে যত্ন করতেন। তাকে ছোট বাক্সে বহন করত, কাপড়-খাবার সব ব্যবস্থা করত। গালিভারের কাছে সে ছিল এক অভিভাবকের মতো।

0
Updated: 2 weeks ago