ঈশ্বরচন্দ্র কত সালে 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন?
A
১৮২৯ সালে
B
১৮২৫ সালে
C
১৮৩৯ সালে
D
১৮৩১ সালে
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক পদবি ছিল 'বন্দ্যোপাধ্যায়' এবং পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি স্বাক্ষর করার সময় 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামও ব্যবহার করতেন।
১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাঁকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ছিল বেতাল পঞ্চবিংশতি।
বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে রয়েছে শকুন্তলা, সীতার বনবাস এবং ভ্রান্তিবিলাস। তিনি শিক্ষামূলক গ্রন্থও রচনা করেছেন, যেমন আখ্যান মঞ্জুরী, বোধোদয়, বর্ণপরিচয় এবং কথামালা।
উৎস
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
Created: 1 month ago
A
আত্মচরিত
B
আত্মকথা
C
আত্মজিজ্ঞাসা
D
আমার কথা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
পূর্ণ নাম: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, বীরসিংহ, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
-
পদবি: ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাকে ‘বিদ্যাসাগর’ উপাধি দিয়েছিল
-
পেশা ও পরিচয়: সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতালপঞ্চবিংশতি
-
আত্মজীবনী: বিদ্যাসাগর চরিত (অথবা আত্মচরিত)
বিখ্যাত গ্রন্থসমূহ
-
শকুন্তলা
-
সীতার বনবাস
-
ভ্রান্তিবিলাস
শিক্ষামূলক গ্রন্থসমূহ
-
আখ্যান মঞ্জরী
-
বোধোদয়
-
বর্ণপরিচয়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
Created: 1 month ago
A
চৌবেরিয়া গ্রাম, নদীয়া
B
কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা
C
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
D
দেবানন্দপুর গ্রাম, হুগলি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং জনহিতৈষী। তিনি বাংলা সমাজ ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন এবং তার কর্মের মাধ্যমে সমাজে শিক্ষা ও সংস্কারের আলোকপাত ঘটিয়েছেন।
-
পূর্ণ নাম: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
জন্ম: ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর, বীরসিংহ গ্রাম, মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গ
-
উপাধি: ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতালপঞ্চবিংশতি
-
আত্মজীবনী: বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত
বিদ্যাসাগরের কিছু বিখ্যাত সাহিত্যকর্ম
-
শকুন্তলা
-
সীতার বনবাস
-
ভ্রান্তিবিলাস
শিক্ষামূলক গ্রন্থ:
-
আখ্যান মঞ্জরী
-
বোধোদয়
-
বর্ণপরিচয়
-
কথামালা

0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
শকুন্তলা
B
বেতালপঞ্চবিংশতি
C
ভ্রান্তিবিলাস
D
বর্ণপরিচয়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৮২০; স্থান: পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম।
-
১৮৩৯ সালে সংস্কৃত কলেজ থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন।
-
তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ: ‘বেতালপঞ্চবিংশতি’।
‘বেতালপঞ্চবিংশতি’ সম্পর্কে:
-
এটি একখানা গল্পগ্রন্থ, মূল গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত।
-
১৮০৫ সালে ফোর্ট উইলিয়ম কলেজ থেকে এর হিন্দি অনুবাদ ‘বৈতাল পচ্চিসী’ প্রকাশিত হয়, যা কলেজের পাঠ্য ছিল।
-
কলেজের অধ্যক্ষ জি.টি. মার্শালের অনুরোধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৪৭ সালে এটি বাংলায় অনুবাদ করেন।
বিখ্যাত গ্রন্থসমূহ:
-
শকুন্তলা
-
সীতার বনবাস
-
ভ্রান্তিবিলাস
শিক্ষামূলক গ্রন্থসমূহ:
-
আখ্যান মঞ্জরী
-
বোধোদয়
-
বর্ণপরিচয়
-
কথামালা

0
Updated: 1 month ago