Who wrote the play "Caesar and Cleopatra"?
A
George Bernard Shaw
B
William Shakespeare
C
Arthur Miller
D
William Congreve
উত্তরের বিবরণ
ঠিক উত্তর: ক) George Bernard Shaw
নাটক: Caesar and Cleopatra
Caesar and Cleopatra হলো আয়ারল্যান্ডের খ্যাতিমান নাট্যকার George Bernard Shaw-এর লেখা একটি ঐতিহাসিক নাটক।
নাটকটি ১৮৯৮ সালে লেখা, ১৯০১ সালে প্রকাশিত এবং ১৯০৬ সালে প্রথম মঞ্চস্থ হয়।
এটিকে Shaw-এর প্রথম গুরুত্বপূর্ণ নাটক (first great play) হিসেবে ধরা হয়।
নাটকের সারসংক্ষেপ
এই নাটকে রোমান সম্রাট Julius Caesar ও মিশরের তরুণী রানি Cleopatra-র সম্পর্ক এবং রাজনৈতিক কূটনীতি তুলে ধরা হয়েছে।
Cleopatra-কে এখানে একজন অপরিণত, ভীতসন্ত্রস্ত ও অনভিজ্ঞ কিশোরী রানি হিসেবে দেখানো হয়।
Julius Caesar তাকে ধীরে ধীরে শাসন, নেতৃত্ব ও কূটনীতি শেখান।
নাটকে Caesar-কে একজন জ্ঞানী, বিচক্ষণ, সহিষ্ণু এবং ন্যায়পরায়ণ নেতা হিসেবে দেখানো হয়েছে, যিনি যুদ্ধ নয়, বরং ন্যায় ও সদিচ্ছার মাধ্যমে বিজয় করতে চান।
মূল বিষয়বস্তু: ক্ষমতার ব্যবহার, নৈতিকতা, নেতৃত্বের শিক্ষা, রাজনীতি ও কৌশল।
George Bernard Shaw (1856–1950)
আইরিশ নাট্যকার ও সাহিত্য সমালোচক।
আধুনিক নাটকের ইতিহাসে তিনি অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
১৯২৫ সালে Nobel Prize in Literature পান।
Shaw মূলত “Drama of Ideas” রচনার জন্য বিখ্যাত।
Shaw-এর উল্লেখযোগ্য নাটকসমূহ
Pygmalion (Romantic play)
Caesar and Cleopatra (Historical play)
Major Barbara (Social satire)
Mrs. Warren’s Profession
Arms and the Man (Romantic comedy)
Man and Superman (Comedy play)
The Doctor’s Dilemma (Satire)
Saint Joan (Tragedy/History play)
নোট
Shakespeare-ও Antony and Cleopatra নামে একটি ভিন্ন নাটক লিখেছিলেন।
তাই Caesar and Cleopatra (Shaw) এবং Antony and Cleopatra (Shakespeare) আলাদা নাটক।
Source:
Encyclopaedia Britannica – Caesar and Cleopatra by George Bernard Shaw
George Bernard Shaw: His Life and Works – Michael Holroyd, Biography of Shaw
The Cambridge Companion to George Bernard Shaw – (Cambridge University Press)

0
Updated: 1 month ago
Who created the literary creation 'Pygmalion'?
Created: 3 weeks ago
A
Charles Dickens
B
Virginia Woolf
C
John Webster
D
G.B Shaw
Pygmalion হলো George Bernard Shaw রচিত একটি পাঁচ অঙ্কের রোমান্টিক নাটক। এটি মূলত প্রেম এবং ইংল্যান্ডের সমাজের শ্রেণিবিন্যাসকে কেন্দ্র করে। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায়, এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন।
• Pygmalion:
-
পাঁচ অঙ্কের রোমান্টিক নাটক।
-
মূল বিষয়: প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিবিন্যাস।
-
প্রথম মঞ্চস্থ: ১৯১৩, ভিয়েনা (জার্মান ভাষায়)।
-
ইংল্যান্ডে প্রথম অভিনয়: ১৯১৪, Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell।
• George Bernard Shaw:
-
Irish comic dramatist, literary critic, এবং socialist propagandist।
-
আধুনিক ইংরেজ নাটকের অন্যতম সেরা নাট্যকার হিসেবে পরিচিত।
-
১৯২৫ সালে Nobel Prize in Literature পুরস্কারে ভূষিত।
• Famous Plays of G.B. Shaw:
-
Pygmalion
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman
-
The Doctor's Dilemma
-
St. Joan of Arc ইত্যাদি

0
Updated: 3 weeks ago
G. B. Shaw is a/an -
Created: 1 month ago
A
American author
B
Irish author
C
British author
D
Scottish author
G. B. Shaw
-
পুরো নাম: George Bernard Shaw
-
তিনি Modern Period এর নাট্যকার।
-
একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
১৯২৫ সালে তিনি Nobel Prize পান।
G. B. Shaw-এর বিখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession (Play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
উৎস:

0
Updated: 1 month ago
'Man and Superman' is written by -
Created: 1 month ago
A
Bertrand Russell
B
George Bernard Shaw
C
David Herbert Lawrence
D
Edward Morgan Forster
• 'Man and Superman' is written by George Bernard Shaw.
- "Man and Superman" হল একটি দার্শনিক নাটক, যা লিখেছেন George Bernard Shaw.
- এই নাটকে মানবজীবনের উদ্দেশ্য, বিবর্তন, প্রেম ও বিয়ে নিয়ে ব্যঙ্গাত্মক ও গভীর আলোচনার মাধ্যমে দর্শন তুলে ধরা হয়েছে।
- নাটকের মধ্যকার "Don Juan in Hell" অংশটি বিশেষভাবে বিখ্যাত, যেখানে Shaw তাঁর আত্মা, নরক ও সমাজনীতি নিয়ে চিন্তাধারা উপস্থাপন করেছেন।
• George Bernard Shaw:
- George Bernard Shaw ছিলেন একজন আইরিশ নাট্যকার, সাহিত্য সমালোচক ও সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
- তিনি ১৮৫৬ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন এবং ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ নাট্যকারদের একজন ছিলেন।
- George Bernard Shaw এর নাটকগুলো সাধারণত সামাজিক অবিচার, রাজনীতি, এবং ধর্মীয় দ্বন্দ্ব নিয়ে তীক্ষ্ণ সমালোচনা করে।
- তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তাঁর লেখায় বুদ্ধিমত্তা ও ব্যঙ্গপ্রধান কৌতুক লক্ষ্য করা যায়।
- তাঁর সবচেয়ে জনপ্রিয় রচনাগুলোর মধ্যে Pygmalion, Man and Superman, এবং Saint Joan অন্তর্ভুক্ত।
• George Bernard Shaw-এর বিখ্যাত সাহিত্যকর্ম:
- Pygmalion.
- Arms and the Man.
- Saint Joan.
- Man and Superman.
- Major Barbara.
Source: Britannica.

0
Updated: 1 month ago