A
To serve the gods
B
To return home
C
To live in Lotos-land forever
D
To conquer Troy again
উত্তরের বিবরণ
তারা শপথ নেয় যে তারা লোটাসভূমিতেই থাকবে, দেবতাদের মতো বিশ্রামে শুয়ে থাকবে, আর কখনো ভ্রমণ করবে না। এই সিদ্ধান্ত কবিতার চূড়ান্ত রূপক—মানবজীবনের দায়িত্ব থেকে পলায়ন।

0
Updated: 1 day ago
What is the theme of The Lotos-Eaters?
Created: 1 month ago
A
Escape from reality
B
War
C
Love
D
Power

0
Updated: 1 month ago
What does Ulysses mean by “gray spirit”?
Created: 1 day ago
A
His soul in old age
B
A dead soul
C
His kingdom
D
His son’s nature
“Gray spirit” বলতে ইউলিসিস তাঁর নিজের বৃদ্ধ আত্মাকে বোঝাচ্ছেন। বয়স বাড়লেও তাঁর মন এখনো জ্ঞান ও অভিযানের জন্য তৃষ্ণার্ত। তিনি বলেন তাঁর ধূসর আত্মা এখনো নতুন কিছু জানতে আকুল। এই অভিব্যক্তি তাঁর অদম্য মনোবল ও বার্ধক্যেও সক্রিয় থাকার ইচ্ছা প্রকাশ করে।

1
Updated: 1 day ago
What does “sail beyond the sunset” symbolize?
Created: 1 day ago
A
Death and afterlife
B
Conquest of Troy
C
Ruling Ithaca
D
Finding treasure
“Beyond the sunset” অর্থাৎ সূর্যাস্তের ওপারে যাত্রা প্রতীকীভাবে মৃত্যুর পরের জীবনের দিকে অগ্রসর হওয়াকে বোঝায়। সূর্যাস্ত মানে জীবনের সমাপ্তি। ইউলিসিস মনে করেন মৃত্যুর পরও অজানা যাত্রা রয়েছে। তাই এই প্রতীক মৃত্যুকে ভয় নয়, বরং নতুন অভিযানের দ্বার হিসেবে দেখায়। এতে মানবজীবনের সীমাবদ্ধতা ও অজানা জগতের প্রতি আকর্ষণ প্রকাশ পায়।

1
Updated: 1 day ago