A
Dark-blue sky and sea
B
Sunshine
C
Mountains
D
Islands
উত্তরের বিবরণ
নাবিকরা বলে “Hateful is the dark-blue sky, vaulted o’er the dark-blue sea”। আকাশ ও সাগর তাদের কাছে ঘৃণার প্রতীক, কারণ এগুলো যাত্রা, শ্রম ও সংগ্রামের প্রতীক। আকাশ ও সমুদ্র সীমাহীন কষ্ট ও যুদ্ধের প্রতীক হয়ে উঠেছে। তাদের কাছে প্রকৃত আনন্দ শান্তি, না যে এই অন্তহীন যাত্রা।

1
Updated: 1 day ago
What is
the theme of The Lotos-Eaters?
Created: 3 weeks ago
A
Escape from reality
B
War
C
Love
D
Power

0
Updated: 3 weeks ago
What is meant by “It is not too late to seek a newer world”?
Created: 1 day ago
A
The world is unchanged
B
Even in old age one can explore
C
Exploration is impossible
D
The sailors are tired
ইউলিসিস তাঁর নাবিকদের বলেন, নতুন দুনিয়া খোঁজার জন্য এখনো দেরি হয়নি। এর মানে হলো, বার্ধক্য জীবনের শেষ নয়। জীবনের প্রতিটি মুহূর্তই নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ। ইউলিসিস বিশ্বাস করেন, মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে শিখতে ও অনুসন্ধান করতে হবে। এটি ভিক্টোরিয়ান যুগের সাহসী মনোভাব ও অগ্রগতির প্রতিফলন। বার্ধক্যের সীমাবদ্ধতা স্বীকার করেও ইউলিসিস নতুন দিগন্ত অনুসন্ধানের কথা বলেন।

0
Updated: 1 day ago
What literary device is in “Death closes all”?
Created: 1 day ago
A
Simile
B
Metaphor
C
Personification
D
Hyperbole
“Death closes all” লাইনে মৃত্যু এমনভাবে উপস্থাপিত হয়েছে যেন সে মানুষ, যে দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ মৃত্যুকে মানবীয় বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এখানে মৃত্যু অনিবার্য, যা জীবনের সব সুযোগ-সম্ভাবনার ইতি টানে। এই ব্যক্তিকরণ (Personification) ইউলিসিসের দর্শনকে আরও শক্তিশালী করে তোলে—যে মৃত্যু অবধারিত হলেও তার আগে মহৎ কিছু করা উচিত।

0
Updated: 1 day ago