A
Apple
B
Orange
C
Fig
D
Date
উত্তরের বিবরণ
“The full-juiced apple, waxing over-mellow, drops in a silent autumn night”—এই লাইন প্রকৃতির শ্রমহীন চক্রকে বোঝায়। আপেল পাকে, তারপর স্বাভাবিকভাবেই নীরবে পড়ে যায়। এর মধ্যে কোনো কষ্ট বা যুদ্ধ নেই। নাবিকরা মনে করে মানুষের জীবনও এমন হওয়া উচিত—শান্তভাবে, কোনো ক্লান্তি ছাড়া শেষ হওয়া উচিত।

1
Updated: 1 day ago
What happens when the mariners taste the Lotos?
Created: 1 day ago
A
They become stronger
B
They forget home and toil
C
They dream of battles
D
They return to Ithaca
লোটাস খাওয়ার পর নাবিকরা তাদের মাতৃভূমি, পরিবার ও কর্তব্য ভুলে যায়। তাদের কাছে সমুদ্রের গর্জন দূরের বিলাপের মতো শোনায়, সঙ্গীদের কণ্ঠস্বরও সমাধির আওয়াজের মতো লাগে। তারা যেন আধো ঘুমে জেগে থাকে। এটি প্রতীকীভাবে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া ও বিশ্রামে ডুবে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করে।

0
Updated: 1 day ago
What is the overall tone of the poem?
Created: 1 day ago
A
Pessimistic
B
Heroic and inspirational
C
Humorous
D
Critical of society
Ulysses কবিতার সামগ্রিক সুর হলো বীরোচিত ও অনুপ্রেরণামূলক। ইউলিসিস রাজকীয় কর্তব্য ও সংসারজীবনকে তুচ্ছ মনে করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভ্রমণ, অনুসন্ধান ও সংগ্রাম করতে চান। তাঁর দৃঢ় সংকল্প, নতুন দুনিয়া খোঁজার আকাঙ্ক্ষা এবং শেষ পর্যন্ত নত না হওয়ার মানসিকতা পাঠককে সাহস জোগায়।

0
Updated: 1 day ago
What phrase describes Telemachus as blameless?
Created: 1 day ago
A
“Most blameless is he”
B
“An idle king”
C
“Hungry heart”
D
“Rust unburnish’d”
ইউলিসিস টেলেম্যাকাসকে “Most blameless” বলে উল্লেখ করেছেন। এর মানে সে নিষ্কলুষ, দায়িত্বশীল এবং সাধারণ কর্তব্যে নিবেদিত। এখানে টেনিসন দায়িত্ববান শাসকের মডেল হিসেবে টেলেম্যাকাসকে তুলে ধরেছেন, যা ইউলিসিসের অভিযাত্রী মানসিকতার সাথে তীব্র বৈপরীত্য তৈরি করে।

0
Updated: 1 day ago