A
Growth of flowers and fruits
B
Eruption of volcanoes
C
Flow of rivers
D
Motion of stars
উত্তরের বিবরণ
চোরিক সংগীতের তৃতীয় অংশে নাবিকরা বলে, পাতার জন্ম, ফলের পাকধরা, ফুলের ঝরে যাওয়া—সবই শ্রম ছাড়াই ঘটে। এগুলো প্রকৃতির সহজ নিয়ম। কিন্তু মানুষের জীবন কঠোর পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে। এই বৈপরীত্য দেখিয়ে নাবিকরা দাবি করে, তাদেরও প্রকৃতির মতো শ্রমহীন জীবনে অংশগ্রহণ করার অধিকার আছে।

1
Updated: 1 day ago
What is the meaning of “Tho’ much is taken, much abides”?
Created: 1 day ago
A
Everything is lost
B
Some strength remains despite loss
C
Nothing is useful
D
All is forgotten
ইউলিসিস স্বীকার করেন যে বয়স ও নিয়তির কারণে অনেক কিছু হারিয়েছে। তবে সবকিছু হারায়নি—এখনো কিছু শক্তি, সাহস ও অভিজ্ঞতা রয়ে গেছে। এই লাইন মানবজীবনের বার্ধক্য সত্ত্বেও বীরোচিত মনোভাব ধরে রাখার প্রতীক।

0
Updated: 1 day ago
Which phrase describes the land where the mariners arrive?
Created: 1 day ago
A
“Always morning”
B
“Always afternoon”
C
“Always twilight”
D
“Always night”
নাবিকরা যে দেশে পৌঁছায় সেটিকে বর্ণনা করা হয়েছে “Always afternoon” হিসেবে। বিকেলের সময় মানে ক্লান্তি, স্থবিরতা ও নিস্তেজতার প্রতীক। সকাল যেমন কর্মশক্তির প্রতীক, বিকেল হলো সেই শক্তির ক্ষয়। টেনিসন এখানে প্রতীকীভাবে এমন একটি ভূমি এঁকেছেন, যেখানে সময় থেমে আছে। এখানে শ্রম নেই, কেবল বিশ্রাম ও অবসাদ। এটি মূলত নাবিকদের মানসিক অবস্থার প্রতিফলন, যারা ক্লান্ত জীবনের দায়িত্ব ভুলে বিশ্রামে মিশে যেতে চায়।

1
Updated: 1 day ago
What work does Ulysses hope to do before death?
Created: 1 day ago
A
Write poetry
B
Conquer Troy again
C
Some work of noble note
D
Build a palace
ইউলিসিস বলেন, মৃত্যুর আগে তিনি কিছু “work of noble note” করতে চান। এর মানে এমন কাজ যা মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। তিনি মনে করেন, তাঁর জীবনের শেষ অধ্যায়ও গৌরবময় হওয়া উচিত।

0
Updated: 1 day ago