A
Gold and wealth
B
Slumber’s holy balm
C
Power and fame
D
Return to Ithaca
উত্তরের বিবরণ
নাবিকরা অভিযোগ করে যে তারা কখনো “steep our brows in slumber’s holy balm” করতে পারে না। অর্থাৎ তারা ঘুমের পবিত্র আরামের স্বাদ পায় না। ঘুম এখানে প্রশান্তি ও মুক্তির প্রতীক। অন্য প্রাণীরা বিশ্রাম পায়, কিন্তু তারা, যারা মানুষের প্রতিনিধি, কেবল দুঃখ ও শ্রমে আবদ্ধ। এই ধারণাটি তাদের মানসিক ক্লান্তি প্রকাশ করে। ঘুম মানে সাময়িক মৃত্যু, তাই তাদের আকাঙ্ক্ষা আসলে মৃত্যুর কাছেই বিশ্রাম খোঁজা।

1
Updated: 1 day ago
What literary device is used in “Music that gentlier on the spirit lies / Than tired eyelids upon tired eyes”?
Created: 1 day ago
A
Metaphor
B
Simile
C
Hyperbole
D
Alliteration
এখানে সঙ্গীতকে উপমা দিয়ে তুলনা করা হয়েছে ক্লান্ত চোখের ওপর ঘুমন্ত চোখের পাতার সাথে। সঙ্গীত যেন আত্মার ওপর এমনই শান্তি দেয়, যেমন ঘুম ক্লান্ত চোখকে দেয়। এই উপমা কবিতার প্রশান্তি ও নিস্তব্ধতা বাড়িয়ে তোলে।

1
Updated: 1 day ago
What is the metaphor for experience in the poem?
Created: 1 day ago
A
A star
B
An arch
C
A river
D
A ship
ইউলিসিস অভিজ্ঞতাকে “an arch” বা খিলান হিসেবে বর্ণনা করেছেন। প্রতিটি অভিজ্ঞতা যেন একটি নতুন দরজা বা জানালা, যার ভেতর দিয়ে নতুন জগৎ দেখা যায়। যতই কেউ অগ্রসর হয়, নতুন অজানা জগৎ সামনে আসে, যা কখনো শেষ হয় না। এটি মানুষের জ্ঞান অনুসন্ধানের অসীম তৃষ্ণাকে প্রতীকীভাবে প্রকাশ করে। অভিজ্ঞতা মানেই কেবল অতীত নয়, বরং ভবিষ্যতের দিকে পথ খোলা।

0
Updated: 1 day ago
What does “One equal temper of heroic hearts” mean?
Created: 1 day ago
A
All sailors are alike
B
They share the same heroic spirit
C
They are weak
D
They are hopeless
এই লাইনে ইউলিসিস তার নাবিকদের সাথে নিজের সম্পর্ক বোঝান। তারা সবাই একসাথে যুদ্ধ করেছে, ঝড়-বৃষ্টি মোকাবিলা করেছে, এবং গৌরব ভাগ করেছে। বার্ধক্যে তারা দুর্বল হলেও তাদের মনোবল এখনো অটুট। তাদের হৃদয় বীরোচিত মনোভাব নিয়ে সমান। এই ঐক্যই ইউলিসিসকে নতুন যাত্রার জন্য অনুপ্রাণিত করে।

0
Updated: 1 day ago