A
Rose
B
Poppy
C
Lily
D
Violet
উত্তরের বিবরণ
কবিতায় বলা হয়েছে—“And from the craggy ledge the poppy hangs in sleep”। এখানে পপি ফুলকে ঘুমন্ত অবস্থায় বর্ণনা করা হয়েছে। পপি সাধারণত আফিম উৎপাদনের সঙ্গে যুক্ত, যা ঘুম, অলসতা ও বিস্মৃতির প্রতীক। টেনিসন এই প্রতীক ব্যবহার করে নাবিকদের মনোভাব ফুটিয়ে তোলেন। তারা যেমন দায়িত্ব ও সংগ্রাম ভুলে ঘুম ও প্রশান্তি কামনা করছে, তেমনি পপিও ঘুমের সঙ্গে জড়িত। এই চিত্রকল্প প্রকৃতির নিস্তব্ধতা ও মানুষের বিশ্রামের আকাঙ্ক্ষার মধ্যে সরাসরি সাদৃশ্য তৈরি করেছে।

1
Updated: 1 day ago
What does Ulysses say about old age?
Created: 1 day ago
A
It is useless
B
It has honour and toil
C
It brings only despair
D
It must be avoided
ইউলিসিস বার্ধক্য সম্পর্কে বলেন—“Old age hath yet his honour and his toil”। তিনি মনে করেন, বার্ধক্য অকেজো নয়। এ সময়েও মানুষ মহৎ কাজ করতে পারে। বয়স তাকে দুর্বল করলেও ইচ্ছাশক্তি ও অভিজ্ঞতা তাকে এখনও বীরোচিত কাজে অনুপ্রাণিত করে।

1
Updated: 1 day ago
What does Ulysses reject as life?
Created: 1 day ago
A
Striving and seeking
B
Breathing alone
C
Fighting wars
D
Governing Ithaca
ইউলিসিস বলেন: “As tho’ to breathe were life!”। এর মাধ্যমে তিনি বোঝান যে নিছক শ্বাস-প্রশ্বাস নেওয়া জীবনের সমান নয়। আসল জীবন হলো নতুন অভিজ্ঞতা, সংগ্রাম ও জ্ঞানের অনুসন্ধান। যদি কেউ শুধু বেঁচে থাকে কিন্তু কিছু অর্জন না করে, তবে তার জীবন অর্থহীন। এই বক্তব্য ইউলিসিসের অভিযাত্রী ও অদম্য মনোভাবকে প্রকাশ করে।

0
Updated: 1 day ago
What is
the theme of The Lotos-Eaters?
Created: 3 weeks ago
A
Escape from reality
B
War
C
Love
D
Power

0
Updated: 3 weeks ago