A
Futility of nature
B
Life’s natural cycle without toil
C
Destruction of trees
D
Gods’ punishment
উত্তরের বিবরণ
পাতার জন্ম, বৃদ্ধি, পেকে হলুদ হওয়া এবং ঝরে পড়া জীবনের স্বাভাবিক চক্রের প্রতীক। এগুলো শ্রম ছাড়াই ঘটে। নাবিকরা এটিকে মানুষের জীবনের সাথে তুলনা করে, যেখানে অবিরাম পরিশ্রম করতে হয়। প্রকৃতির সহজ নিয়মের সাথে মানুষের কঠিন নিয়মের বিরোধ তৈরি হয়।

0
Updated: 1 day ago
Who does Ulysses wish to meet in the Happy Isles?
Created: 1 day ago
A
Hector
B
Achilles
C
Agamemnon
D
Ajax
ইউলিসিস আশা করেন মৃত্যুর পর “Happy Isles”-এ গিয়ে তিনি মহান বীর অ্যাকিলিসকে দেখবেন। এটি গ্রীক পুরাণের বীরোচিত ঐতিহ্যকে বোঝায়। তাঁর অভিযাত্রী মন মৃত্যুর পরও বীরদের সঙ্গ কামনা করে।

1
Updated: 1 day ago
What is the theme of The Lotos-Eaters?
Created: 1 month ago
A
Escape from reality
B
War
C
Love
D
Power

0
Updated: 1 month ago
What is the metaphor for experience in the poem?
Created: 1 day ago
A
A star
B
An arch
C
A river
D
A ship
ইউলিসিস অভিজ্ঞতাকে “an arch” বা খিলান হিসেবে বর্ণনা করেছেন। প্রতিটি অভিজ্ঞতা যেন একটি নতুন দরজা বা জানালা, যার ভেতর দিয়ে নতুন জগৎ দেখা যায়। যতই কেউ অগ্রসর হয়, নতুন অজানা জগৎ সামনে আসে, যা কখনো শেষ হয় না। এটি মানুষের জ্ঞান অনুসন্ধানের অসীম তৃষ্ণাকে প্রতীকীভাবে প্রকাশ করে। অভিজ্ঞতা মানেই কেবল অতীত নয়, বরং ভবিষ্যতের দিকে পথ খোলা।

0
Updated: 1 day ago