What is the final chorus line of the sailors?
A
“We will not wander more”
B
“We will conquer the seas”
C
“We shall return to home”
D
“We will sing forever”
উত্তরের বিবরণ
শেষে নাবিকরা একসাথে গেয়ে ওঠে—“O, rest ye, brother mariners, we will not wander more.” এর মাধ্যমে তারা ঘোষণা করে যে তারা আর কখনো শ্রম করবে না, যুদ্ধ করবে না বা ঘরে ফিরবে না। তারা লোটাসভূমির বিশ্রাম ও বিস্মৃতির জীবন বেছে নেয়। এটি কবিতার সবচেয়ে শক্তিশালী লাইন, যা বিশ্রাম বনাম কর্তব্যের দ্বন্দ্বের চূড়ান্ত সমাধান হিসেবে কাজ করে।

1
Updated: 1 month ago
Which of the following famous phrases did Tennyson pen?
Created: 1 month ago
A
Miles to go before I sleep
B
The best-laid schemes of mice and men
C
Tis better to have loved and lost
D
How do I love thee?’
This line is from his poem "In Memoriam", and is considered one of his most famous and well-known quotes.
Why other options are incorrect:
"Miles to go before I sleep": This line is from the poem "Stopping by Woods on a Snowy Evening" by Robert Frost.
"The best-laid schemes of mice and men": This line is from the novel Of Mice and Men by John Steinbeck.
"How do I love thee?": This line is from the sonnet "Sonnet 43" by Elizabeth Barrett Browning.

0
Updated: 1 month ago
“Made weak by time and fate, but strong in will To strive to seek, to find, and not to yield” is taken from the poem written by-
Created: 2 months ago
A
Robert Browning
B
Matthew Arnold
C
Alfred Tennyson
D
Lord Byron
Alfred Lord Tennyson ছিলেন 'The Victorian Period' এর অন্যতম প্রসিদ্ধ কবি। Wordsworth এর মৃত্যুর পর ১৮৫০ সালে তিনি ইংল্যান্ডের রাজকবি (Poet Laureate) হয়েছিলেন। Tennyson রচিত বিখ্যাত কবিতা 'Ulysses' এর শেষ দুটি লাইন হলো-
• 'Made weak by time and fate, but strong in will
• To strive, to find, and not to yield.'

1
Updated: 2 months ago
"The Lotos-Eaters" by Alfred Lord Tennyson is-
Created: 1 month ago
A
Short story
B
Poem
C
Novel
D
Play
“The Lotos-Eaters” by Alfred Lord Tennyson
The Lotos-Eaters হলো ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি Alfred Lord Tennyson রচিত একটি প্রসিদ্ধ কবিতা। এটি মূলত Homer’s Odyssey-এর নবম খণ্ডের ঘটনাকে ভিত্তি করে রচিত। এখানে কিছু নাবিকের কাহিনি বর্ণিত হয়েছে, যারা এক অচেনা দ্বীপে এসে লোটস ফল খেয়ে অলসতা ও স্বপ্নময় জীবনের প্রতি আকৃষ্ট হয়।
Summary:
কবিতায় দেখা যায় একদল নাবিক দীর্ঘ ভ্রমণের পর এক শান্ত ও নিস্তব্ধ দ্বীপে পৌঁছায়। তারা লোটস ফল খাওয়ার পর অলস ও স্বপ্নময় জীবনে ডুবে যায়। তাদের মনে হয় জীবনে শুধু দুঃখ, পরিশ্রম ও যন্ত্রণা রয়েছে— তাই বাস্তব জীবনে ফিরে গিয়ে কষ্টের বোঝা বহন করার চেয়ে দ্বীপেই থেকে শান্তি ও ঘুমের মধ্যে ডুবে থাকা ভালো। তারা সিদ্ধান্ত নেয় আর দেশে ফিরে যাবে না। কবিতাটি মূলত মানুষের অলসতা, বাস্তবতা থেকে পালানোর আকাঙ্ক্ষা এবং দুঃখ-শান্তির দ্বন্দ্বকে কেন্দ্র করে রচিত।
About Alfred Lord Tennyson (1809-1892):
-
তিনি Victorian যুগের প্রধান কবি এবং যুগের প্রধান প্রতিনিধি হিসেবে বিবেচিত।
-
1850 সালে তিনি Poet Laureate নিযুক্ত হন।
-
তিনি সুরেলা ভাষার জন্য বিখ্যাত এবং Lyric Poet নামে পরিচিত।
-
তাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা In Memoriam, যা তিনি তাঁর অন্তরঙ্গ বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুশোকে রচনা করেন।
Famous Poems:
-
In Memoriam
-
Ulysses
-
The Lotos-Eaters
-
Locksley Hall
-
Morte D’Arthur
-
Oenone
-
The Princess
-
The Two Voices
-
The Lady of Shalott
Source: Encyclopaedia Britannica

0
Updated: 1 month ago