What do the sailors repeatedly request in Choric Song IV?
A
“Let us fight”
B
“Let us alone”
C
“Let us travel”
D
“Let us return”
উত্তরের বিবরণ
বারবার তারা বলে “Let us alone”। এর মানে, তাদের আর সংগ্রামে ডাকা হোক না, দায়িত্ব চাপিয়ে দেওয়া হোক না। তারা চায় একাকী থেকে বিশ্রামে ডুবে থাকতে। এই পুনরুক্তি তাদের ক্লান্ত মানসিকতা ও দায়িত্ববিমুখতার দৃঢ় প্রকাশ।

0
Updated: 1 month ago
What does Aurora best symbolise in the poem Tithonus?
Created: 1 week ago
A
Eternal love
B
Beauty and youth
C
The cycle of life and death
D
Power of gods
Aurora, যিনি ভোরের দেবী (goddess of the dawn), এই কবিতায় চিরন্তন সৌন্দর্য ও যৌবনের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছেন। তিনি প্রতিদিন সূর্যের আলো নিয়ে পৃথিবীতে নতুন দিনের সূচনা ঘটান, যা চিরনবীনতা ও পুনর্জন্মের প্রতীকী রূপ।
-
Aurora’র নিজস্ব সৌন্দর্য ও অমর যৌবন (eternal beauty and youth) তাঁর দেবত্বের অংশ, কিন্তু সেই একই উপহার তিনি তাঁর মানবপ্রেমিক Tithonus-কে দিতে পারেন না।
-
এর মাধ্যমে কবি মানুষের সীমাবদ্ধতা ও দেবতার চিরস্থায়ী সত্তার পার্থক্য তুলে ধরেছেন।
-
তাই Aurora এখানে একদিকে নবজাগরণের প্রতীক হলেও, অন্যদিকে তিনি মানুষের অপূর্ণ আকাঙ্ক্ষা ও মৃত্যুহীন সৌন্দর্যের প্রতীক হিসেবেও ধরা দেয়।
অতএব, কবিতায় Aurora Beauty and Youth–এরই শ্রেষ্ঠ প্রতীক।

0
Updated: 1 week ago
How do the Lotos Eaters perceive the world in The Lotos-Eaters?
Created: 2 weeks ago
A
As a place of endless work and suffering
B
As a world to be conquered and controlled
C
As a temporary illusion that must be escaped
D
As a peaceful and eternal paradise free of struggles
The Lotos-Eaters কবিতায়, লোটোস খাওয়া চরিত্রগুলি পৃথিবীকে একটি শান্তিপূর্ণ এবং চিরকালীন পররাজ্য হিসেবে দেখে যেখানে কোনো সংগ্রাম বা দুঃখ নেই। তারা এই নতুন জীবনে প্রবাহিত হয়ে, অতীতের সমস্ত শোচনীয়তা এবং কষ্ট ভুলে যেতে চায়। তাদের দৃষ্টিতে, পৃথিবী একটি নৈরাজ্যহীন স্থান, যেখানে কোনো যুদ্ধ, পরিশ্রম বা ব্যথা নেই।
এই কবিতায়, লোটোস খাওয়া চরিত্রগুলির দ্বারা উপস্থাপিত শান্তি এবং নিস্তব্ধতার ধারণাটি মানব জীবনের সীমাহীন ক্লান্তি এবং পরিশ্রমের পরিপূরক হিসেবে চিত্রিত করা হয়েছে। তাদের চাহিদা বা উদ্দেশ্য একমাত্র সুখ এবং নীরবতা, যা দুনিয়ার বাস্তব সমস্যাগুলি থেকে মুক্তির প্রতীক।

0
Updated: 2 weeks ago
What is the final resolution of Ulysses?
Created: 1 month ago
A
To rest in Ithaca
B
To travel till death
C
To give up hope
D
To stay with wife
কবিতার শেষে ইউলিসিস ঘোষণা করেন যে তিনি মৃত্যুর আগ পর্যন্ত যাত্রা চালিয়ে যাবেন। তার কাছে জীবন মানেই ভ্রমণ, জ্ঞান অনুসন্ধান ও সংগ্রাম। তিনি প্রজাদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে নাবিকদের সঙ্গে নতুন যাত্রায় বের হওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত ইউলিসিসের অদম্য মনোবল ও অভিযাত্রী আত্মার প্রতিফলন।

0
Updated: 1 month ago