What is described as hateful in Choric Song IV?
A
Dark-blue sky and sea
B
Sunshine
C
Mountains
D
Islands
উত্তরের বিবরণ
নাবিকরা বলে “Hateful is the dark-blue sky, vaulted o’er the dark-blue sea”। আকাশ ও সাগর তাদের কাছে ঘৃণার প্রতীক, কারণ এগুলো যাত্রা, শ্রম ও সংগ্রামের প্রতীক। আকাশ ও সমুদ্র সীমাহীন কষ্ট ও যুদ্ধের প্রতীক হয়ে উঠেছে। তাদের কাছে প্রকৃত আনন্দ শান্তি, না যে এই অন্তহীন যাত্রা।

1
Updated: 1 month ago
Why does Ulysses call himself “an idle king”?
Created: 1 month ago
A
Because he is powerless
B
Because he dislikes passive rule
C
Because he has lost his throne
D
Because he is too old to rule
কবিতার শুরুতেই ইউলিসিস নিজেকে “an idle king” বলে উল্লেখ করেন। এর মানে, তিনি রাজা হলেও শুধু ঘরে বসে আইন তৈরি করা এবং শাসন করা তার কাছে নিষ্ক্রিয়তা। তাঁর প্রজারা তাকে বোঝে না; তারা শুধু খায়, ঘুমায় আর সম্পদ জমায়।
ইউলিসিসের মন চায় অভিযান, ভ্রমণ, যুদ্ধ এবং জ্ঞানান্বেষণ। তাই তিনি রাজত্বকে অকর্মণ্যতা হিসেবে দেখেন। এই অভিব্যক্তির মাধ্যমে টেনিসন ইউলিসিসকে এমন এক চরিত্র হিসেবে ফুটিয়ে তুলেছেন, যিনি সাধারণ কর্তব্যের বাইরে গিয়ে জীবনকে পূর্ণতা দিতে চান।

0
Updated: 1 month ago
What does Ulysses mean when he says, “It is not too late to seek a newer world”?
Created: 2 weeks ago
A
He feels that there is always time for rest and peace
B
He thinks it is too late to start a new journey at his age
C
He believes that no matter how old one gets, new adventures are still possible
D
He feels regretful about the world he has not explored
Ulysses কবিতায়, এই বাক্যটি উলিসিসের জীবনদর্শন এবং তার অবিরাম অভিযান এবং অনুসন্ধানের ইচ্ছাকে প্রতিফলিত করে। তার মতে, বয়স যতই হোক, জীবনে নতুন কিছু করার সুযোগ সবসময় থাকে।
"It is not too late to seek a newer world" এর মাধ্যমে তিনি মানব আত্মার অদম্য সাহসিকতা এবং অনুসন্ধানের প্রতি এক ধরনের বিশ্বাস এবং সাহসিকতা প্রকাশ করছেন। তার বিশ্বাস, জীবন যতদিন চলবে, ততদিন নতুন কিছু শেখা এবং নতুন অভিজ্ঞতা লাভ করা সম্ভব, এবং এটি কখনো থামানো উচিত নয়।

1
Updated: 2 weeks ago
The poem is famous for its unique ABBA rhyme scheme, which is now known as the...
Created: 1 month ago
A
"Grief Rhyme"
B
"Tennyson Turn"
C
"'In Memoriam' Stanza"
D
"Victorian Quatrain"
“In Memoriam A.H.H.”-এর ১৩১টি ক্যান্টোর প্রতিটি অংশে একটি অনন্য চতুর্ভুজ (quatrain) ব্যবহৃত হয়েছে, যার ABBA ছন্দপদ্ধতি রয়েছে।
-
এই বিশেষ ছন্দের চতুর্ভুজটি নিয়মিতভাবে পুরো কবিতায় ব্যবহৃত হয়েছে।
-
এটি পরে “‘In Memoriam’ Stanza” নামে পরিচিতি লাভ করে।
-
কবিতার ছন্দ ও গঠনকে এই অদ্বিতীয় স্টানজা বৈশিষ্ট্যপূর্ণ করে তোলে।

0
Updated: 1 month ago