What literary device is used in “Music that gentlier on the spirit lies / Than tired eyelids upon tired eyes”?
A
Metaphor
B
Simile
C
Hyperbole
D
Alliteration
উত্তরের বিবরণ
এখানে সঙ্গীতকে উপমা দিয়ে তুলনা করা হয়েছে ক্লান্ত চোখের ওপর ঘুমন্ত চোখের পাতার সাথে। সঙ্গীত যেন আত্মার ওপর এমনই শান্তি দেয়, যেমন ঘুম ক্লান্ত চোখকে দেয়। এই উপমা কবিতার প্রশান্তি ও নিস্তব্ধতা বাড়িয়ে তোলে।

1
Updated: 1 day ago
What phrase shows Ulysses’ bond with his sailors?
Created: 1 day ago
A
“Free hearts, free foreheads”
B
“An aged wife”
C
“Savage race”
D
“Eternal silence”
ইউলিসিস তাঁর নাবিকদের বর্ণনা করতে বলেন—“Free hearts, free foreheads”। এটি নাবিকদের সাহসী, স্বাধীনচেতা ও দৃঢ় মনোভাবকে প্রকাশ করে। তারা ঝড়-বৃষ্টি, যুদ্ধ ও কষ্টকে আনন্দের সাথে গ্রহণ করেছে। এই বাক্যবন্ধ ইউলিসিসের সহযোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধা ও একাত্মতাকে দেখায়।

0
Updated: 1 day ago
What sound do the mariners hear after eating Lotos?
Created: 1 day ago
A
A joyous song
B
A thin voice, like from the grave
C
Thunder of gods
D
Echo of war cries
লোটাস খাওয়ার পর নাবিকরা শুনতে পায় সঙ্গীদের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেছে, যেন কবর থেকে ভেসে আসছে। এটি বোঝায় তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে এক অলৌকিক ঘুমের জগতে প্রবেশ করেছে। এটি মৃত্যুর নৈকট্যের প্রতীক হিসেবেও কাজ করে।

1
Updated: 1 day ago
What do “twinkling lights from the rocks” symbolize?
Created: 1 day ago
A
Stars
B
Evening and nearing death
C
Fireflies
D
Ships
ইউলিসিস বলেন—“The lights begin to twinkle from the rocks”। এখানে সন্ধ্যার আগমন ও পাহাড়ে জ্বলা আলো জীবনের শেষ প্রহরের প্রতীক। দিন শেষ হয়ে আসছে, অর্থাৎ তার জীবনও শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে। একইসঙ্গে এই আলোকচিত্র মৃত্যু নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দেয়। টেনিসন সূর্যাস্ত ও চাঁদ ওঠার সঙ্গে সাগরের গর্জন মিলিয়ে এমন এক পরিবেশ আঁকেন, যা বার্ধক্য ও মৃত্যুর প্রতীক। আলো জ্বলার এই চিত্র মানবজীবনের ক্ষণস্থায়িত্বকে স্মরণ করায়।

1
Updated: 1 day ago