A
A joyous song
B
A thin voice, like from the grave
C
Thunder of gods
D
Echo of war cries
উত্তরের বিবরণ
লোটাস খাওয়ার পর নাবিকরা শুনতে পায় সঙ্গীদের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেছে, যেন কবর থেকে ভেসে আসছে। এটি বোঝায় তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে এক অলৌকিক ঘুমের জগতে প্রবেশ করেছে। এটি মৃত্যুর নৈকট্যের প্রতীক হিসেবেও কাজ করে।

1
Updated: 1 day ago
What do “twinkling lights from the rocks” symbolize?
Created: 1 day ago
A
Stars
B
Evening and nearing death
C
Fireflies
D
Ships
ইউলিসিস বলেন—“The lights begin to twinkle from the rocks”। এখানে সন্ধ্যার আগমন ও পাহাড়ে জ্বলা আলো জীবনের শেষ প্রহরের প্রতীক। দিন শেষ হয়ে আসছে, অর্থাৎ তার জীবনও শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে। একইসঙ্গে এই আলোকচিত্র মৃত্যু নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দেয়। টেনিসন সূর্যাস্ত ও চাঁদ ওঠার সঙ্গে সাগরের গর্জন মিলিয়ে এমন এক পরিবেশ আঁকেন, যা বার্ধক্য ও মৃত্যুর প্রতীক। আলো জ্বলার এই চিত্র মানবজীবনের ক্ষণস্থায়িত্বকে স্মরণ করায়।

1
Updated: 1 day ago
Who wrote In Memoriam?
Created: 1 month ago
A
Alfred Tennyson
B
Robert Browning
C
Matthew Arnold
D
William Wordsworth

0
Updated: 1 month ago
What role does Telemachus play according to Ulysses?
Created: 1 day ago
A
He will travel the seas
B
He will rule Ithaca with patience
C
He will fight wars in Troy
D
He will become a poet
ইউলিসিস বলেন তাঁর পুত্র টেলেম্যাকাস রাজ্য শাসনের জন্য উপযুক্ত। সে ধীর, নীতিবান ও ধৈর্যশীল। সে প্রজাদের ধীরে ধীরে সভ্য করে তুলবে, দায়িত্ব পালন করবে, এবং দেবতাদের উপাসনা করবে। এভাবে টেলেম্যাকাসের চরিত্র দায়িত্বশীলতার প্রতীক, যেখানে ইউলিসিস স্বাধীনতা ও ভ্রমণের প্রতীক।

0
Updated: 1 day ago