Which fruit drops “in a silent autumn night”?
A
Apple
B
Orange
C
Fig
D
Date
উত্তরের বিবরণ
“The full-juiced apple, waxing over-mellow, drops in a silent autumn night”—এই লাইন প্রকৃতির শ্রমহীন চক্রকে বোঝায়। আপেল পাকে, তারপর স্বাভাবিকভাবেই নীরবে পড়ে যায়। এর মধ্যে কোনো কষ্ট বা যুদ্ধ নেই। নাবিকরা মনে করে মানুষের জীবনও এমন হওয়া উচিত—শান্তভাবে, কোনো ক্লান্তি ছাড়া শেষ হওয়া উচিত।

2
Updated: 1 month ago
"The Lotos-Eaters" serves as a thematic opposite to which other famous Tennyson poem?
Created: 1 month ago
A
The Charge of the Light Brigade
B
In Memoriam A.H.H.
C
The Lady of Shalott
D
Ulysses
“The Lotos-Eaters” কবিতার মূল বিষয় হলো কষ্টসাধ্য যাত্রা ত্যাগ করার প্রলুব্ধি এবং নিষ্ক্রিয় ও বাস্তবতা থেকে পালানোর জীবনকে স্বীকার করা।
-
নাবিকেরা লোটাস ফলের প্রভাবে তাদের যাত্রা স্থগিত করার এবং অলসতা গ্রহণের প্রলোভনে পড়ে।
এর বিপরীতে, “Ulysses” কবিতার মূল থিম হলো অদম্য মানবিক মনোভাব এবং বৃদ্ধ বয়সেও অভিযানের ও জ্ঞানার্জনের অবিরাম অনুসন্ধান।
-
উলিসিস তার বয়স ও ক্লান্তি সত্ত্বেও অজানা ও চ্যালেঞ্জের দিকে অগ্রসর হতে চায়।
এই দুই কবিতা জীবনের চ্যালেঞ্জের প্রতি বিপরীত প্রতিক্রিয়া প্রদর্শন করে: পিছপা হওয়া বনাম এগিয়ে যাওয়া।

0
Updated: 1 month ago
What oath do the sailors finally swear?
Created: 1 month ago
A
To serve the gods
B
To return home
C
To live in Lotos-land forever
D
To conquer Troy again
তারা শপথ নেয় যে তারা লোটাসভূমিতেই থাকবে, দেবতাদের মতো বিশ্রামে শুয়ে থাকবে, আর কখনো ভ্রমণ করবে না। এই সিদ্ধান্ত কবিতার চূড়ান্ত রূপক—মানবজীবনের দায়িত্ব থেকে পলায়ন।

0
Updated: 1 month ago
What does Ulysses reject as life?
Created: 1 month ago
A
Striving and seeking
B
Breathing alone
C
Fighting wars
D
Governing Ithaca
ইউলিসিস বলেন: “As tho’ to breathe were life!”। এর মাধ্যমে তিনি বোঝান যে নিছক শ্বাস-প্রশ্বাস নেওয়া জীবনের সমান নয়। আসল জীবন হলো নতুন অভিজ্ঞতা, সংগ্রাম ও জ্ঞানের অনুসন্ধান। যদি কেউ শুধু বেঁচে থাকে কিন্তু কিছু অর্জন না করে, তবে তার জীবন অর্থহীন। এই বক্তব্য ইউলিসিসের অভিযাত্রী ও অদম্য মনোভাবকে প্রকাশ করে।

2
Updated: 1 month ago