A
Mariners
B
Gods
C
Lotos-eaters
D
Spirits
উত্তরের বিবরণ
Lotos-eaters দের বর্ণনা করা হয়েছে “mild-eyed melancholy” হিসেবে। তাদের চোখে বিষণ্ণতা ও শান্তি ফুটে ওঠে। এটি দেখায় যে তারা সংগ্রামমুক্ত, দায়িত্বহীন এবং বিস্মৃতির জগতে বাস করছে। তাদের এই চেহারা নাবিকদেরও একই রকম বিশ্রামের দিকে আকৃষ্ট করে।

0
Updated: 1 day ago
Which poet wrote In Memoriam?
Created: 3 weeks ago
A
Matthew Arnold
B
Robert Browning
C
Alfred Tennyson
D
William Wordsworth

0
Updated: 3 weeks ago
What natural element is described as “like a downward smoke”?
Created: 1 day ago
A
River
B
Stream
C
Wind
D
Cloud
কবিতায় পাহাড়চূড়া থেকে নেমে আসা সরু ঝর্ণাকে বর্ণনা করা হয়েছে “like a downward smoke” হিসেবে। এখানে উপমা ব্যবহার করে টেনিসন ঝর্ণার পতনকে ধোঁয়ার মতো মসৃণ ও ধীরভাবে পতিত হওয়ার সাথে তুলনা করেছেন। এটি কবিতার চিত্রকল্পকে জীবন্ত করে তোলে। ঝর্ণা হলো বিশ্রামের প্রতীক, যা অনবরত বয়ে গেলেও কষ্টহীন ও শান্ত।

1
Updated: 1 day ago
What literary device is in “Death closes all”?
Created: 1 day ago
A
Simile
B
Metaphor
C
Personification
D
Hyperbole
“Death closes all” লাইনে মৃত্যু এমনভাবে উপস্থাপিত হয়েছে যেন সে মানুষ, যে দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ মৃত্যুকে মানবীয় বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এখানে মৃত্যু অনিবার্য, যা জীবনের সব সুযোগ-সম্ভাবনার ইতি টানে। এই ব্যক্তিকরণ (Personification) ইউলিসিসের দর্শনকে আরও শক্তিশালী করে তোলে—যে মৃত্যু অবধারিত হলেও তার আগে মহৎ কিছু করা উচিত।

0
Updated: 1 day ago