What does the spirit within sing, according to Choric Song II?
A
“There is no joy but calm”
B
“There is no toil but war”
C
“There is no life but labour”
D
“There is no death but sorrow”
উত্তরের বিবরণ
নাবিকরা বলে তাদের অন্তরের আত্মা গান গায়—“There is no joy but calm”। এর মানে হলো প্রকৃত সুখ সংগ্রামে নয়, শান্তি ও বিশ্রামে। এখানে টেনিসন মানুষের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ করেছেন। বাইরে থেকে মানুষকে শ্রম করতে হয়, যুদ্ধ করতে হয়, কিন্তু অন্তরের আত্মা বিশ্রাম চায়। এই লাইন প্রকৃতির সঙ্গে মানুষের দায়িত্বের দ্বন্দ্বকে সুন্দরভাবে প্রকাশ করেছে।

2
Updated: 1 month ago
Who is a famous Victorian poet?
Created: 1 month ago
A
William Wordsworth
B
Alfred Tennyson
C
John Keats
D
Robert Frost

0
Updated: 1 month ago
What are the alternatives sailors desire in Choric Song IV?
Created: 1 month ago
A
Wealth or fame
B
Long rest or death
C
Power or conquest
D
War or peace
তারা শেষমেশ ঘোষণা করে যে তাদের কামনা কেবল দুইটি—দীর্ঘ বিশ্রাম অথবা মৃত্যু। তাদের কাছে দুটোই একই অর্থ বহন করে, কারণ মৃত্যু মানে চিরন্তন ঘুম। এটি জীবনের ক্লান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে।

1
Updated: 1 month ago
What literary device is used in “Music that gentlier on the spirit lies / Than tired eyelids upon tired eyes”?
Created: 1 month ago
A
Metaphor
B
Simile
C
Hyperbole
D
Alliteration
এখানে সঙ্গীতকে উপমা দিয়ে তুলনা করা হয়েছে ক্লান্ত চোখের ওপর ঘুমন্ত চোখের পাতার সাথে। সঙ্গীত যেন আত্মার ওপর এমনই শান্তি দেয়, যেমন ঘুম ক্লান্ত চোখকে দেয়। এই উপমা কবিতার প্রশান্তি ও নিস্তব্ধতা বাড়িয়ে তোলে।

2
Updated: 1 month ago