A
Covered with ash
B
Covered with gold
C
Covered with aged snow
D
Covered with flowers
উত্তরের বিবরণ
নাবিকরা দূর থেকে যে তিনটি পাহাড় দেখে, সেগুলো “aged snow” দ্বারা আবৃত। এটি প্রাচীনতা, স্থায়িত্ব এবং সময়ের প্রবাহের প্রতীক। বরফ পাহাড়কে অপরিবর্তিত রাখে, আবার ঠান্ডা ও নিস্তব্ধ পরিবেশ তৈরি করে। টেনিসন এই চিত্র ব্যবহার করে নাবিকদের মনে স্থবিরতা ও স্থায়ী বিশ্রামের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন।

1
Updated: 1 day ago
What does “rust unburnish’d” symbolize?
Created: 1 day ago
A
Glory of kingship
B
Idleness and decay
C
Battle and victory
D
Brightness of life
ইউলিসিস বলেন, “To rust unburnish’d, not to shine in use!”। এখানে মরিচা ধরা তলোয়ারকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি কোনো তলোয়ার ব্যবহার না করা হয়, তবে তা মরিচা ধরে অকেজো হয়ে যায়। তেমনি, মানুষ যদি কাজ ও অভিজ্ঞতার মধ্যে না থাকে, তবে তার জীবনের উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায়। এই প্রতীক ইউলিসিসের দৃষ্টিতে অলসতার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ।

1
Updated: 1 day ago
What is the final resolution of Ulysses?
Created: 1 day ago
A
To rest in Ithaca
B
To travel till death
C
To give up hope
D
To stay with wife
কবিতার শেষে ইউলিসিস ঘোষণা করেন যে তিনি মৃত্যুর আগ পর্যন্ত যাত্রা চালিয়ে যাবেন। তার কাছে জীবন মানেই ভ্রমণ, জ্ঞান অনুসন্ধান ও সংগ্রাম। তিনি প্রজাদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে নাবিকদের সঙ্গে নতুন যাত্রায় বের হওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত ইউলিসিসের অদম্য মনোবল ও অভিযাত্রী আত্মার প্রতিফলন।

0
Updated: 1 day ago
What does “Life to the lees” signify?
Created: 1 day ago
A
To waste life in luxury
B
To live life passively
C
To drink life to the last drop
D
To regret life’s failures
“Lees” শব্দটি বোঝায় মদের পাত্রের শেষাংশ বা তলানি। ইউলিসিস বলেন, তিনি জীবনকে “to the lees” পান করবেন। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সুযোগ তিনি পুরোপুরি কাজে লাগাতে চান।
মৃত্যু আসা পর্যন্ত তিনি অভিযান, ভ্রমণ ও জ্ঞান অনুসন্ধান চালিয়ে যেতে চান। তাঁর কাছে জীবন মানেই কর্ম, অভিজ্ঞতা এবং আনন্দ। নিছক বেঁচে থাকা বা শ্বাস নেওয়া তাঁর কাছে জীবন নয়। এই লাইনটি তাঁর অদম্য দুঃসাহসী মনোভাব ও সীমাহীন কৌতূহলকে প্রকাশ করে, যা ভিক্টোরিয়ান যুগের অগ্রগতিপ্রবণ মানসিকতার প্রতিফলন।

0
Updated: 1 day ago