What is denied to the sailors, as mentioned in Choric Song II?
A
Gold and wealth
B
Slumber’s holy balm
C
Power and fame
D
Return to Ithaca
উত্তরের বিবরণ
নাবিকরা অভিযোগ করে যে তারা কখনো “steep our brows in slumber’s holy balm” করতে পারে না। অর্থাৎ তারা ঘুমের পবিত্র আরামের স্বাদ পায় না। ঘুম এখানে প্রশান্তি ও মুক্তির প্রতীক। অন্য প্রাণীরা বিশ্রাম পায়, কিন্তু তারা, যারা মানুষের প্রতিনিধি, কেবল দুঃখ ও শ্রমে আবদ্ধ। এই ধারণাটি তাদের মানসিক ক্লান্তি প্রকাশ করে। ঘুম মানে সাময়িক মৃত্যু, তাই তাদের আকাঙ্ক্ষা আসলে মৃত্যুর কাছেই বিশ্রাম খোঁজা।

1
Updated: 1 month ago
In Ulysses, how does the poet present the character of Ulysses in relation to his family?
Created: 2 weeks ago
A
He is deeply devoted to his family and finds peace in their company
B
He is indifferent to his family’s needs, prioritising his own desires
C
He loves his family, but believes that adventure is more important
D
He feels guilty for leaving his family behind
Ulysses কবিতায়, উলিসিস তার পরিবারের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, জীবনের আসল উদ্দেশ্য হিসেবে অভিযান এবং অনুসন্ধানকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
তিনি তার পরিবারকে ভালবাসেন এবং তাদের সঙ্গেও সময় কাটানোর প্রয়োজনীয়তা অনুভব করেন, তবে তাঁর কাছে জীবনের আসল লক্ষ্য হলো আরও অনেক কিছু আবিষ্কার করা, নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং চিরকাল পরিবর্তনশীল জীবনের একটি ধারাবাহিক অনুসন্ধান করা।
কবি উলিসিসের চরিত্রকে এমনভাবে উপস্থাপন করেছেন যে, সে বিশ্বাস করে পরিবার এবং ঘরবাড়ির শীতলতা থেকে বেশি কিছু পাওয়া যায় না, কিন্তু নতুন অভিযান এবং মানুষের সীমাহীন শখকে অনুসরণ করাই সত্যিকার আনন্দ।

0
Updated: 2 weeks ago
"To strive, to seek, to find, and not to yield." - this famous line is quoted from?
Created: 1 month ago
A
The Lotus Eaters
B
Ulysses
C
Tithonus
D
In Memoriam
Ulysses's Character: In the poem, Ulysses (the Roman name for Odysseus) is an aging king who has returned home after his epic journey described in Homer's Odyssey. However, he finds his settled life with his wife and son to be unfulfilling and stagnant. He yearns for new adventures, knowledge, and experiences.
The Desire for Continued Endeavor: The line "To strive, to seek, to find, and not to yield" is Ulysses's declaration of his unyielding spirit.
"To strive": To make great efforts to achieve or obtain something; to struggle or contend. This speaks to the effort required for new ventures.
"To seek": To attempt to find something; to search for. This refers to the pursuit of knowledge and new experiences.
"To find": To discover or perceive after a search. This is the reward, the new understanding or destination.
"And not to yield": This is the core of his resolve – never to give up, never to surrender to old age, weariness, or the comfort of a settled life. It's a defiant statement against complacency.
Victorian Spirit: As we discussed, this line also strongly reflects the Victorian spirit of exploration and progress. It's an affirmation of the human desire to constantly push boundaries, explore the unknown, and never be content with past achievements, no matter how great. It's about living life to the fullest until the very end.
So, when Ulysses speaks this line, he is essentially rallying his old mariners for one last voyage into the unknown, driven by an insatiable hunger for experience and discovery, even if it leads to their demise. It's a powerful statement about the human spirit's capacity for endless ambition and resilience.

0
Updated: 1 month ago
What natural element is described as “like a downward smoke”?
Created: 1 month ago
A
River
B
Stream
C
Wind
D
Cloud
কবিতায় পাহাড়চূড়া থেকে নেমে আসা সরু ঝর্ণাকে বর্ণনা করা হয়েছে “like a downward smoke” হিসেবে। এখানে উপমা ব্যবহার করে টেনিসন ঝর্ণার পতনকে ধোঁয়ার মতো মসৃণ ও ধীরভাবে পতিত হওয়ার সাথে তুলনা করেছেন। এটি কবিতার চিত্রকল্পকে জীবন্ত করে তোলে। ঝর্ণা হলো বিশ্রামের প্রতীক, যা অনবরত বয়ে গেলেও কষ্টহীন ও শান্ত।

1
Updated: 1 month ago