A
River
B
Stream
C
Wind
D
Cloud
উত্তরের বিবরণ
কবিতায় পাহাড়চূড়া থেকে নেমে আসা সরু ঝর্ণাকে বর্ণনা করা হয়েছে “like a downward smoke” হিসেবে। এখানে উপমা ব্যবহার করে টেনিসন ঝর্ণার পতনকে ধোঁয়ার মতো মসৃণ ও ধীরভাবে পতিত হওয়ার সাথে তুলনা করেছেন। এটি কবিতার চিত্রকল্পকে জীবন্ত করে তোলে। ঝর্ণা হলো বিশ্রামের প্রতীক, যা অনবরত বয়ে গেলেও কষ্টহীন ও শান্ত।

1
Updated: 1 day ago
What are the alternatives sailors desire in Choric Song IV?
Created: 1 day ago
A
Wealth or fame
B
Long rest or death
C
Power or conquest
D
War or peace
তারা শেষমেশ ঘোষণা করে যে তাদের কামনা কেবল দুইটি—দীর্ঘ বিশ্রাম অথবা মৃত্যু। তাদের কাছে দুটোই একই অর্থ বহন করে, কারণ মৃত্যু মানে চিরন্তন ঘুম। এটি জীবনের ক্লান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে।

1
Updated: 1 day ago
What philosophical question is raised in Choric Song IV?
Created: 1 day ago
A
Why must life be labour?
B
Why must gods exist?
C
Why must man seek glory?
D
Why must stars fade?
নাবিকরা প্রশ্ন করে—“Death is the end of life; ah, why / Should life all labour be?” অর্থাৎ, যখন মৃত্যু অবশ্যম্ভাবী, তখন কেন জীবন কেবল পরিশ্রম ও কষ্টে ভরা হবে? এই প্রশ্ন মানবজীবনের মৌলিক দর্শনকে স্পর্শ করে। এটি মূল দ্বন্দ্ব—দায়িত্ব বনাম বিশ্রামের প্রতিফলন।

0
Updated: 1 day ago
What oath do the sailors finally swear?
Created: 1 day ago
A
To serve the gods
B
To return home
C
To live in Lotos-land forever
D
To conquer Troy again
তারা শপথ নেয় যে তারা লোটাসভূমিতেই থাকবে, দেবতাদের মতো বিশ্রামে শুয়ে থাকবে, আর কখনো ভ্রমণ করবে না। এই সিদ্ধান্ত কবিতার চূড়ান্ত রূপক—মানবজীবনের দায়িত্ব থেকে পলায়ন।

0
Updated: 1 day ago