What question do the sailors repeatedly ask in Choric Song II?
A
Why gods punish us?
B
Why should we toil alone?
C
Why does death frighten us?
D
Why do stars fade?
উত্তরের বিবরণ
নাবিকরা বারবার প্রশ্ন করে—“Why should we toil alone?” অর্থাৎ কেন কেবল মানুষকেই শ্রম করতে হবে? প্রকৃতির বাকী সবকিছু বিশ্রামে থাকে, অথচ তারা চিরন্তন দুঃখ ও দায়িত্বের বোঝা বয়ে চলেছে। এটি মূল দ্বন্দ্ব প্রকাশ করে—কর্তব্য বনাম বিশ্রাম।

0
Updated: 1 month ago
While Ulysses is speaking, the reader gains insight into his character, his past, and his aspirations. What is not explicitly revealed within the poem's monologue?
Created: 1 month ago
A
His feelings about his son, Telemachus
B
His dissatisfaction with his life in Ithaca
C
The specific destination of his proposed new voyage
D
His enduring spirit of adventure
উলিসিসের মনোলগ তার মানসিক অবস্থা ও আবেগের গভীর প্রতিফলন দেখায়, তবে এতে সে স্পষ্টভাবে কোনো নির্দিষ্ট ভ্রমণস্থল উল্লেখ করেনি। তিনি “To sail beyond the sunset, and the baths / Of all the western stars” এবং “the Happy Isles” এর কথা বলেন, তবে এগুলো ভৌগোলিক নয়, মিথিক বা প্রতীকী ধারণা।
-
তার পুত্র তেলেমাচাসের প্রতি অনুভূতি: উলিসিস সরাসরি তার পুত্রের সঙ্গে কথা বলেন এবং তার প্রশাসনিক দক্ষতা স্বীকার করেন, তবে আত্মার দিক থেকে তাদের মধ্যে পার্থক্য তুলে ধরেন: “He works his work, I mine”।
-
ইথাকায় তার জীবনের প্রতি অসন্তোষ: এটি মনোলগের মূল প্রেরণা। উলিসিস একজন “idle king” হিসেবে জীবনের অর্থহীনতা অনুভব করেন, যখন তাকে “unequal laws unto a savage race” প্রয়োগ করতে হয়।
-
অবিরাম অভিযাত্রার আকাঙ্ক্ষা: মনোলগে তার “hungry heart” এবং “gray spirit yearning in desire / To follow knowledge like a sinking star” প্রকাশ পায়। এটি তার বয়স বেড়েও নতুন অভিজ্ঞতা ও জ্ঞানার্জনের তৃষ্ণা অটুট থাকার প্রমাণ।

0
Updated: 1 month ago
While Ulysses is a novel by James Joyce, the poem titled Ulysses was written by -
Created: 1 month ago
A
T. S. Eliot
B
J. M. Synge
C
W. B. Yeats
D
Lord Alfred Tennyson
• While Ulysses is a novel by James Joyce, the poem titled Ulysses was written by – Alfred Lord Tennyson.
• Ulysses (poem)
-
কবিতাটি blank-verse এ লেখা।
-
লেখা হয় ১৮৩৩ সালে এবং প্রকাশিত হয় Poems (1842) দুই খণ্ডের সংকলনে।
-
হোমারের কাব্য Iliad থেকে অনুপ্রাণিত।
-
এটি মূলত একটি Dramatic Monologue।
-
বিখ্যাত উক্তি:
-
“Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield.”
-
“I will never rest from travels; I will drink life to the lees.”
-
• Lord Alfred Tennyson (1809–1892)
-
Victorian Period-এর অন্যতম প্রধান কবি।
-
1850 সালে Poet Laureate নিযুক্ত হন।
-
তাঁর Melodious language এর জন্য প্রসিদ্ধ; তাকে Lyric Poet বলা হয়।
-
In Memoriam – এক elegy, তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর শোকে রচিত।
• His Famous Poems
-
Oenone, Ulysses, The Lotos-Eaters, Locksley Hall, In Memoriam, Morte D'Arthur, The Princess, The Two Voices, The Lady of the Shalott ইত্যাদি।
• Famous Comedies
-
Queen Mary, The Falcon।
• Ulysses (novel)
-
James Joyce রচিত, প্রকাশিত ১৯২২ সালে।
-
Stylistically dense and exhilarating, English Literature-এ একটি masterpiece।
-
Homer's Odyssey এর আধুনিক ভার্সন হিসেবে বিবেচিত।
-
কাহিনী: ডাবলিনে একদিনের (১৬ জুন, ১৯০৪) ঘটনা বর্ণনা, কিন্তু ঘটনাবলি বিস্তৃত।
-
পৃষ্ঠা সংখ্যা: ৭৮৩।
-
Three central characters:
-
Stephen Dedalus → Telemachus-এর আধুনিক রূপ
-
Leopold Bloom → Ulysses/Odysseus-এর আধুনিক রূপ
-
Molly Bloom → Penelope-এর আধুনিক রূপ
-
• James Joyce
-
জন্ম: ১৮৮২।
-
একজন আইরিশ Novelist, Poet, এবং Short Story Writer।
-
Modern Period-এর বিখ্যাত Novelist।
-
Ulysses হলো বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
-
পরিচিত Stream-of-consciousness Narrative Technique-এর জন্য।
-
Dubliners (1914) – ১৫টি ছোট গল্পের সংকলন।
• Notable Works
Short Stories:
-
After the Race, A Little Cloud, A Mother, An Encounter, A Painful Case ইত্যাদি।
Plays:
-
Exiles
Poems:
-
Chamber Music, I Hear an Army, Penyeach
Source: Britannica, An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 month ago
What does the spirit within sing, according to Choric Song II?
Created: 1 month ago
A
“There is no joy but calm”
B
“There is no toil but war”
C
“There is no life but labour”
D
“There is no death but sorrow”
নাবিকরা বলে তাদের অন্তরের আত্মা গান গায়—“There is no joy but calm”। এর মানে হলো প্রকৃত সুখ সংগ্রামে নয়, শান্তি ও বিশ্রামে। এখানে টেনিসন মানুষের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ করেছেন। বাইরে থেকে মানুষকে শ্রম করতে হয়, যুদ্ধ করতে হয়, কিন্তু অন্তরের আত্মা বিশ্রাম চায়। এই লাইন প্রকৃতির সঙ্গে মানুষের দায়িত্বের দ্বন্দ্বকে সুন্দরভাবে প্রকাশ করেছে।

2
Updated: 1 month ago