A
Everything is lost
B
Some strength remains despite loss
C
Nothing is useful
D
All is forgotten
উত্তরের বিবরণ
ইউলিসিস স্বীকার করেন যে বয়স ও নিয়তির কারণে অনেক কিছু হারিয়েছে। তবে সবকিছু হারায়নি—এখনো কিছু শক্তি, সাহস ও অভিজ্ঞতা রয়ে গেছে। এই লাইন মানবজীবনের বার্ধক্য সত্ত্বেও বীরোচিত মনোভাব ধরে রাখার প্রতীক।

0
Updated: 1 day ago
Which poet wrote In Memoriam?
Created: 3 weeks ago
A
Matthew Arnold
B
Robert Browning
C
Alfred Tennyson
D
William Wordsworth

0
Updated: 3 weeks ago
What is the final resolution of Ulysses?
Created: 1 day ago
A
To rest in Ithaca
B
To travel till death
C
To give up hope
D
To stay with wife
কবিতার শেষে ইউলিসিস ঘোষণা করেন যে তিনি মৃত্যুর আগ পর্যন্ত যাত্রা চালিয়ে যাবেন। তার কাছে জীবন মানেই ভ্রমণ, জ্ঞান অনুসন্ধান ও সংগ্রাম। তিনি প্রজাদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে নাবিকদের সঙ্গে নতুন যাত্রায় বের হওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত ইউলিসিসের অদম্য মনোবল ও অভিযাত্রী আত্মার প্রতিফলন।

0
Updated: 1 day ago
What is the final chorus line of the sailors?
Created: 1 day ago
A
“We will not wander more”
B
“We will conquer the seas”
C
“We shall return to home”
D
“We will sing forever”
শেষে নাবিকরা একসাথে গেয়ে ওঠে—“O, rest ye, brother mariners, we will not wander more.” এর মাধ্যমে তারা ঘোষণা করে যে তারা আর কখনো শ্রম করবে না, যুদ্ধ করবে না বা ঘরে ফিরবে না। তারা লোটাসভূমির বিশ্রাম ও বিস্মৃতির জীবন বেছে নেয়। এটি কবিতার সবচেয়ে শক্তিশালী লাইন, যা বিশ্রাম বনাম কর্তব্যের দ্বন্দ্বের চূড়ান্ত সমাধান হিসেবে কাজ করে।

1
Updated: 1 day ago