What happens when the mariners taste the Lotos?
A
They become stronger
B
They forget home and toil
C
They dream of battles
D
They return to Ithaca
উত্তরের বিবরণ
লোটাস খাওয়ার পর নাবিকরা তাদের মাতৃভূমি, পরিবার ও কর্তব্য ভুলে যায়। তাদের কাছে সমুদ্রের গর্জন দূরের বিলাপের মতো শোনায়, সঙ্গীদের কণ্ঠস্বরও সমাধির আওয়াজের মতো লাগে। তারা যেন আধো ঘুমে জেগে থাকে। এটি প্রতীকীভাবে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া ও বিশ্রামে ডুবে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করে।

0
Updated: 1 month ago
In "Ulysses" poet's use of rich, elevated language and classical allusion is collected strongly to which literary tradition?
Created: 1 month ago
A
Realism
B
Modernism
C
Epic and Classical literature
D
Naturalism
Classical Allusion: Tennyson’s poem "Ulysses" is a dramatic monologue spoken by Ulysses (Odysseus), a character originating from Homer's epic poems, the Iliad and the Odyssey. The poem heavily draws on these classical sources and Dante's depiction in the Inferno.
Elevated Language: Epic and classical literature often employs a formal, elevated style, which is reflected in Tennyson's "Ulysses".
Heroic Themes: The poem explores themes such as heroism, adventure, and the pursuit of knowledge, all common in classical epics.

0
Updated: 1 month ago
Who is a famous Victorian poet?
Created: 1 month ago
A
William Wordsworth
B
Alfred Tennyson
C
John Keats
D
Robert Frost

0
Updated: 1 month ago
What rhyme scheme and meter are used in stanzas of In Memoriam?
Created: 1 week ago
A
AAAA iambic pentameter
B
AABB-dactylic hexameter
C
ABBA-iambic tetrameter
D
ABAB-trochaic tetrameter
টেনিসনের In Memoriam কবিতার ছন্দ ও গঠন তার অন্যতম বৈশিষ্ট্য। এখানে প্রতিটি স্তবক চারটি লাইনে (quatrain) গঠিত, যা একটি নির্দিষ্ট rhyme pattern অনুসরণ করে।
-
কবিতার rhyme scheme হলো ABBA, অর্থাৎ প্রথম ও চতুর্থ লাইনের ছন্দ এক, এবং দ্বিতীয় ও তৃতীয় লাইনের ছন্দ এক।
-
প্রতিটি লাইন লেখা হয়েছে iambic tetrameter-এ, অর্থাৎ প্রতিটি লাইনে চারটি iambic foot থাকে—একটি অপ্রধান (unstressed) শব্দাংশের পর একটি প্রধান (stressed) শব্দাংশ।
-
এই ছন্দ ও গঠন একসঙ্গে কবিতায় এক ধরনের সুরেলা, মেলানকলিক ও সংগঠিত ভাব তৈরি করে, যা টেনিসনের ভাবপ্রবণ শোক ও চিন্তার সাথে গভীরভাবে মানানসই।

0
Updated: 1 week ago