A
Pessimistic
B
Heroic and inspirational
C
Humorous
D
Critical of society
উত্তরের বিবরণ
Ulysses কবিতার সামগ্রিক সুর হলো বীরোচিত ও অনুপ্রেরণামূলক। ইউলিসিস রাজকীয় কর্তব্য ও সংসারজীবনকে তুচ্ছ মনে করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভ্রমণ, অনুসন্ধান ও সংগ্রাম করতে চান। তাঁর দৃঢ় সংকল্প, নতুন দুনিয়া খোঁজার আকাঙ্ক্ষা এবং শেষ পর্যন্ত নত না হওয়ার মানসিকতা পাঠককে সাহস জোগায়।

0
Updated: 1 day ago
Who is Telemachus?
Created: 1 day ago
A
Ulysses’ comrade
B
Ulysses’ son
C
A Trojan warrior
D
A Greek god
কবিতায় টেলেম্যাকাসকে ইউলিসিসের পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ইউলিসিস মনে করেন, রাজত্ব করার জন্য টেলেম্যাকাস উপযুক্ত। সে ধৈর্যশীল, বিচক্ষণ এবং ধর্মনিষ্ঠ। ইউলিসিস রাজকীয় দায়িত্ব তাকে অর্পণ করতে চান, যাতে তিনি নিজে আবার যাত্রায় বের হতে পারেন।

0
Updated: 1 day ago
What are the alternatives sailors desire in Choric Song IV?
Created: 1 day ago
A
Wealth or fame
B
Long rest or death
C
Power or conquest
D
War or peace
তারা শেষমেশ ঘোষণা করে যে তাদের কামনা কেবল দুইটি—দীর্ঘ বিশ্রাম অথবা মৃত্যু। তাদের কাছে দুটোই একই অর্থ বহন করে, কারণ মৃত্যু মানে চিরন্তন ঘুম। এটি জীবনের ক্লান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে।

1
Updated: 1 day ago
What symbolizes Ulysses’ desire for new journey?
Created: 1 day ago
A
The hearth
B
The port and vessel
C
The savage race
D
The barren crags
কবিতায় ইউলিসিস বন্দরের দৃশ্য ও জাহাজের পাল মেলার চিত্র তুলে ধরেছেন। এটি প্রতীকীভাবে বোঝায় নতুন যাত্রার আহ্বান। তার মনে হয়, তার জীবন শেষ হয়নি; সে আবার সাগরে পাড়ি জমাবে। তাই বন্দর ও জাহাজ এখানে স্বাধীনতা, অভিযান ও অজানাকে অনুসরণের প্রতীক।

0
Updated: 1 day ago