A
All sailors are alike
B
They share the same heroic spirit
C
They are weak
D
They are hopeless
উত্তরের বিবরণ
এই লাইনে ইউলিসিস তার নাবিকদের সাথে নিজের সম্পর্ক বোঝান। তারা সবাই একসাথে যুদ্ধ করেছে, ঝড়-বৃষ্টি মোকাবিলা করেছে, এবং গৌরব ভাগ করেছে। বার্ধক্যে তারা দুর্বল হলেও তাদের মনোবল এখনো অটুট। তাদের হৃদয় বীরোচিত মনোভাব নিয়ে সমান। এই ঐক্যই ইউলিসিসকে নতুন যাত্রার জন্য অনুপ্রাণিত করে।

0
Updated: 1 day ago
Who wrote Tithonus?
Created: 1 month ago
A
Alfred Tennyson
B
Robert Browning
C
Matthew Arnold
D
William Wordsworth

0
Updated: 1 month ago
What does Ulysses reject as life?
Created: 1 day ago
A
Striving and seeking
B
Breathing alone
C
Fighting wars
D
Governing Ithaca
ইউলিসিস বলেন: “As tho’ to breathe were life!”। এর মাধ্যমে তিনি বোঝান যে নিছক শ্বাস-প্রশ্বাস নেওয়া জীবনের সমান নয়। আসল জীবন হলো নতুন অভিজ্ঞতা, সংগ্রাম ও জ্ঞানের অনুসন্ধান। যদি কেউ শুধু বেঁচে থাকে কিন্তু কিছু অর্জন না করে, তবে তার জীবন অর্থহীন। এই বক্তব্য ইউলিসিসের অভিযাত্রী ও অদম্য মনোভাবকে প্রকাশ করে।

0
Updated: 1 day ago
What does “Life to the lees” signify?
Created: 1 day ago
A
To waste life in luxury
B
To live life passively
C
To drink life to the last drop
D
To regret life’s failures
“Lees” শব্দটি বোঝায় মদের পাত্রের শেষাংশ বা তলানি। ইউলিসিস বলেন, তিনি জীবনকে “to the lees” পান করবেন। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সুযোগ তিনি পুরোপুরি কাজে লাগাতে চান।
মৃত্যু আসা পর্যন্ত তিনি অভিযান, ভ্রমণ ও জ্ঞান অনুসন্ধান চালিয়ে যেতে চান। তাঁর কাছে জীবন মানেই কর্ম, অভিজ্ঞতা এবং আনন্দ। নিছক বেঁচে থাকা বা শ্বাস নেওয়া তাঁর কাছে জীবন নয়। এই লাইনটি তাঁর অদম্য দুঃসাহসী মনোভাব ও সীমাহীন কৌতূহলকে প্রকাশ করে, যা ভিক্টোরিয়ান যুগের অগ্রগতিপ্রবণ মানসিকতার প্রতিফলন।

0
Updated: 1 day ago