Which three mountain-tops are mentioned in the poem?
A
Covered with ash
B
Covered with gold
C
Covered with aged snow
D
Covered with flowers
উত্তরের বিবরণ
নাবিকরা দূর থেকে যে তিনটি পাহাড় দেখে, সেগুলো “aged snow” দ্বারা আবৃত। এটি প্রাচীনতা, স্থায়িত্ব এবং সময়ের প্রবাহের প্রতীক। বরফ পাহাড়কে অপরিবর্তিত রাখে, আবার ঠান্ডা ও নিস্তব্ধ পরিবেশ তৈরি করে। টেনিসন এই চিত্র ব্যবহার করে নাবিকদের মনে স্থবিরতা ও স্থায়ী বিশ্রামের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন।

1
Updated: 1 month ago
What sound do the mariners hear after eating Lotos?
Created: 1 month ago
A
A joyous song
B
A thin voice, like from the grave
C
Thunder of gods
D
Echo of war cries
লোটাস খাওয়ার পর নাবিকরা শুনতে পায় সঙ্গীদের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেছে, যেন কবর থেকে ভেসে আসছে। এটি বোঝায় তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে এক অলৌকিক ঘুমের জগতে প্রবেশ করেছে। এটি মৃত্যুর নৈকট্যের প্রতীক হিসেবেও কাজ করে।

1
Updated: 1 month ago
Which poet wrote In Memoriam?
Created: 2 months ago
A
Matthew Arnold
B
Robert Browning
C
Alfred Tennyson
D
William Wordsworth

0
Updated: 2 months ago
The poem is not one long story but a collection of_____ cantos.
Created: 1 month ago
A
144
B
135
C
133
D
132
কবিতাটি ১৩৩টি পৃথক ক্যান্টো (অথবা অংশ) নিয়ে গঠিত, যার সাথে একটি প্রস্তাবনা ও উপসংহারও রয়েছে।
-
ক্যান্টোগুলো ১৮৩৩ থেকে ১৮৫০ সালের মধ্যে রচিত হয়, যখন টেনিসন তার বন্ধু আর্থার হেনরি হলামের মৃত্যু নিয়ে শোক প্রক্রিয়ায় ছিলেন।
-
প্রতিটি ক্যান্টো শোক, সংশয় এবং চূড়ান্ত স্বীকৃতির বিভিন্ন দিক অন্বেষণ করে।
-
এগুলো একটি সরল, রৈখিক ন্যারেটিভ হিসেবে উপস্থাপিত নয়, বরং বিচ্ছিন্ন প্রতিফলনগুলোর একটি ধারাবাহিক সিরিজ, যা মিলিতভাবে বক্তার আবেগমূলক যাত্রাকে ট্রেস করে।

0
Updated: 1 month ago