A
Simile
B
Metaphor
C
Personification
D
Hyperbole
উত্তরের বিবরণ
“Death closes all” লাইনে মৃত্যু এমনভাবে উপস্থাপিত হয়েছে যেন সে মানুষ, যে দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ মৃত্যুকে মানবীয় বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এখানে মৃত্যু অনিবার্য, যা জীবনের সব সুযোগ-সম্ভাবনার ইতি টানে। এই ব্যক্তিকরণ (Personification) ইউলিসিসের দর্শনকে আরও শক্তিশালী করে তোলে—যে মৃত্যু অবধারিত হলেও তার আগে মহৎ কিছু করা উচিত।

0
Updated: 1 day ago
What does “rust unburnish’d” symbolize?
Created: 1 day ago
A
Glory of kingship
B
Idleness and decay
C
Battle and victory
D
Brightness of life
ইউলিসিস বলেন, “To rust unburnish’d, not to shine in use!”। এখানে মরিচা ধরা তলোয়ারকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি কোনো তলোয়ার ব্যবহার না করা হয়, তবে তা মরিচা ধরে অকেজো হয়ে যায়। তেমনি, মানুষ যদি কাজ ও অভিজ্ঞতার মধ্যে না থাকে, তবে তার জীবনের উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায়। এই প্রতীক ইউলিসিসের দৃষ্টিতে অলসতার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ।

1
Updated: 1 day ago
What does Ulysses say about old age?
Created: 1 day ago
A
It is useless
B
It has honour and toil
C
It brings only despair
D
It must be avoided
ইউলিসিস বার্ধক্য সম্পর্কে বলেন—“Old age hath yet his honour and his toil”। তিনি মনে করেন, বার্ধক্য অকেজো নয়। এ সময়েও মানুষ মহৎ কাজ করতে পারে। বয়স তাকে দুর্বল করলেও ইচ্ছাশক্তি ও অভিজ্ঞতা তাকে এখনও বীরোচিত কাজে অনুপ্রাণিত করে।

1
Updated: 1 day ago
What does Ulysses mean by “mete and dole / Unequal laws unto a savage race”?
Created: 1 day ago
A
He rules fairly over wise men
B
He gives unjust laws to uncivilized people
C
He ignores governance entirely
D
He loves his people deeply
ইউলিসিস অভিযোগ করেন যে তাঁর কাজ শুধু আইন বিতরণ করা। তিনি বলেন, তাঁর প্রজারা হলো এক “savage race” বা অসভ্য জাতি, যারা রাজাকে বোঝে না। তারা কেবল খাওয়া-দাওয়া, ঘুম আর সম্পদ সঞ্চয়ে ব্যস্ত। এর ফলে তাঁর আইনকানুনের মূল্য তাদের কাছে নেই। ইউলিসিসের এই মন্তব্য দেখায় যে রাজ্যপাট তাঁর কাছে অর্থহীন হয়ে উঠেছে।
তিনি মনে করেন, তাঁর অভিজ্ঞতা ও গৌরবের তুলনায় রাজকীয় দায়িত্ব খুব ক্ষুদ্র। তাই তাঁর মনে হয় তিনি যেন অন্যায় আইন বিতরণ করছেন। এটি মূলত রাজ্যজীবনের প্রতি তাঁর অবসাদ ও বিরক্তি প্রকাশ করছে।

1
Updated: 1 day ago