Which phrase describes the land where the mariners arrive?
A
“Always morning”
B
“Always afternoon”
C
“Always twilight”
D
“Always night”
উত্তরের বিবরণ
নাবিকরা যে দেশে পৌঁছায় সেটিকে বর্ণনা করা হয়েছে “Always afternoon” হিসেবে। বিকেলের সময় মানে ক্লান্তি, স্থবিরতা ও নিস্তেজতার প্রতীক। সকাল যেমন কর্মশক্তির প্রতীক, বিকেল হলো সেই শক্তির ক্ষয়। টেনিসন এখানে প্রতীকীভাবে এমন একটি ভূমি এঁকেছেন, যেখানে সময় থেমে আছে। এখানে শ্রম নেই, কেবল বিশ্রাম ও অবসাদ। এটি মূলত নাবিকদের মানসিক অবস্থার প্রতিফলন, যারা ক্লান্ত জীবনের দায়িত্ব ভুলে বিশ্রামে মিশে যেতে চায়।

1
Updated: 1 month ago
The opening line of "Tithonus", "the woods decay, the woods decay and fall," establishes what theme?
Created: 1 month ago
A
The beauty of autumn
B
The natural cycle of life and death
C
Tithonus's skill as a woodsman
D
The power of the gods over nature
কবিতার প্রথম লাইনেই বিশ্বের প্রাকৃতিক ক্ষয় ও পুনর্নবীকরণের ধারাবাহিক প্রক্রিয়া এবং টিথোনাসের অপ্রাকৃতিক, অনন্ত অস্তিত্বের মধ্যে একটি বিরোধ তৈরি হয়।
-
এটি তার বিলাপের পরিপ্রেক্ষিত স্থাপন করে, যেখানে সে zaz দেখে অভিমান করে যে বন এবং অন্যান্য মৃত্যুমানবীয় জিনিসগুলো তাদের প্রাকৃতিক চক্র সম্পূর্ণ করে এবং মৃত্যুর মধ্যে বিশ্রাম পায়।
-
লাইনটি টিথোনাসের অমরত্বের দুঃখ ও প্রাকৃতিক মৃত্যুর শান্তির প্রতি আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।

0
Updated: 1 month ago
What natural process is contrasted with human toil in Choric Song III?
Created: 1 month ago
A
Growth of flowers and fruits
B
Eruption of volcanoes
C
Flow of rivers
D
Motion of stars
চোরিক সংগীতের তৃতীয় অংশে নাবিকরা বলে, পাতার জন্ম, ফলের পাকধরা, ফুলের ঝরে যাওয়া—সবই শ্রম ছাড়াই ঘটে। এগুলো প্রকৃতির সহজ নিয়ম। কিন্তু মানুষের জীবন কঠোর পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে। এই বৈপরীত্য দেখিয়ে নাবিকরা দাবি করে, তাদেরও প্রকৃতির মতো শ্রমহীন জীবনে অংশগ্রহণ করার অধিকার আছে।

3
Updated: 1 month ago
What does “rust unburnish’d” symbolize?
Created: 1 month ago
A
Glory of kingship
B
Idleness and decay
C
Battle and victory
D
Brightness of life
ইউলিসিস বলেন, “To rust unburnish’d, not to shine in use!”। এখানে মরিচা ধরা তলোয়ারকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি কোনো তলোয়ার ব্যবহার না করা হয়, তবে তা মরিচা ধরে অকেজো হয়ে যায়। তেমনি, মানুষ যদি কাজ ও অভিজ্ঞতার মধ্যে না থাকে, তবে তার জীবনের উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায়। এই প্রতীক ইউলিসিসের দৃষ্টিতে অলসতার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ।

2
Updated: 1 month ago