What Victorian quality does the poem reflect most?
A
Escapism
B
Faith in progress and perseverance
C
Love of romance
D
Criticism of monarchy
উত্তরের বিবরণ
Ulysses ভিক্টোরিয়ান যুগের মূল মনোভাবকে প্রতিফলিত করে—অগ্রগতির প্রতি বিশ্বাস, জ্ঞান অনুসন্ধান, অধ্যবসায় ও মানবিক ইচ্ছাশক্তির জয়। ইউলিসিসের জীবনদর্শন হলো মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া। এটি ভিক্টোরিয়ান যুগের মানুষের বিজ্ঞান, ভ্রমণ ও জ্ঞানের প্রতি আগ্রহকে প্রতিফলিত করে।

1
Updated: 1 month ago
The phrase "A white-hair'd shadow roaming like a dream" describes Tithonus. This imagery conveys his state of being:
Created: 1 month ago
A
Powerful and majestic.
B
Ghostly, insubstantial, and consumed by time.
C
Young and vigorous, but lost.
D
Bright and full of hope.
টিথোনাস নিজেকে “shadow” হিসেবে বর্ণনা করে, যা তার শারীরিক ক্ষয় ও অসত্ত্বাকে প্রকাশ করে।
-
তিনি আর প্রকৃত মানুষ নন, বরং তার প্রাক্তন স্বরের ছায়া, সময়ের অবিরাম গতিতে নষ্ট হওয়া একটি অস্তিত্ব।
-
“roaming like a dream” বাক্যাংশটি তার অসংযুক্ত ও অপ্রাকৃতিক অস্তিত্বের অনুভূতিকে আরও বাড়িয়ে তোলে।
-
এর মাধ্যমে কবি টিথোনাসের প্রকৃত জীবনের সঙ্গে তার বর্তমান অস্তিত্বের বিরোধ এবং তার অমরত্বের যন্ত্রণাপূর্ণ প্রভাবকে ফুটিয়ে তুলেছেন।

0
Updated: 1 month ago
What does Ulysses say about old age?
Created: 1 month ago
A
It is useless
B
It has honour and toil
C
It brings only despair
D
It must be avoided
ইউলিসিস বার্ধক্য সম্পর্কে বলেন—“Old age hath yet his honour and his toil”। তিনি মনে করেন, বার্ধক্য অকেজো নয়। এ সময়েও মানুষ মহৎ কাজ করতে পারে। বয়স তাকে দুর্বল করলেও ইচ্ছাশক্তি ও অভিজ্ঞতা তাকে এখনও বীরোচিত কাজে অনুপ্রাণিত করে।

1
Updated: 1 month ago
Ulysses characterizes Telemachus's rule as one that will "by slow prudence make mild / A rugged people." This suggests Telemachus's approach to governance is:
Created: 1 month ago
A
Strict and authoritarian
B
Patient and diplomatic
C
Aggressive and expansionist
D
Lazy and ineffective.
Ulysses characterizes Telemachus's rule as one that will
"by slow prudence make mild
A rugged people."
This suggests Telemachus's approach to governance is:
খ) Patient and diplomatic
"Slow prudence" implies careful, thoughtful, and unhurried judgment.
"Make mild" suggests a gentle, pacifying, and civilizing influence.
Together, these phrases depict Telemachus as someone who will govern with wisdom, tact, and a gradual approach to bring order and calm to his people, rather than through force or impulsiveness.

0
Updated: 1 month ago