A
The world is unchanged
B
Even in old age one can explore
C
Exploration is impossible
D
The sailors are tired
উত্তরের বিবরণ
ইউলিসিস তাঁর নাবিকদের বলেন, নতুন দুনিয়া খোঁজার জন্য এখনো দেরি হয়নি। এর মানে হলো, বার্ধক্য জীবনের শেষ নয়। জীবনের প্রতিটি মুহূর্তই নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ। ইউলিসিস বিশ্বাস করেন, মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে শিখতে ও অনুসন্ধান করতে হবে। এটি ভিক্টোরিয়ান যুগের সাহসী মনোভাব ও অগ্রগতির প্রতিফলন। বার্ধক্যের সীমাবদ্ধতা স্বীকার করেও ইউলিসিস নতুন দিগন্ত অনুসন্ধানের কথা বলেন।

0
Updated: 1 day ago
What is the meaning of “Tho’ much is taken, much abides”?
Created: 1 day ago
A
Everything is lost
B
Some strength remains despite loss
C
Nothing is useful
D
All is forgotten
ইউলিসিস স্বীকার করেন যে বয়স ও নিয়তির কারণে অনেক কিছু হারিয়েছে। তবে সবকিছু হারায়নি—এখনো কিছু শক্তি, সাহস ও অভিজ্ঞতা রয়ে গেছে। এই লাইন মানবজীবনের বার্ধক্য সত্ত্বেও বীরোচিত মনোভাব ধরে রাখার প্রতীক।

0
Updated: 1 day ago
Which poet wrote In Memoriam?
Created: 3 weeks ago
A
Matthew Arnold
B
Robert Browning
C
Alfred Tennyson
D
William Wordsworth

0
Updated: 3 weeks ago
Which fruit drops “in a silent autumn night”?
Created: 1 day ago
A
Apple
B
Orange
C
Fig
D
Date
“The full-juiced apple, waxing over-mellow, drops in a silent autumn night”—এই লাইন প্রকৃতির শ্রমহীন চক্রকে বোঝায়। আপেল পাকে, তারপর স্বাভাবিকভাবেই নীরবে পড়ে যায়। এর মধ্যে কোনো কষ্ট বা যুদ্ধ নেই। নাবিকরা মনে করে মানুষের জীবনও এমন হওয়া উচিত—শান্তভাবে, কোনো ক্লান্তি ছাড়া শেষ হওয়া উচিত।

1
Updated: 1 day ago