What is the significance of the final line “To strive, to seek, to find, and not to yield”?
A
It encourages surrender
B
It shows despair
C
It declares determination
D
It describes death
উত্তরের বিবরণ
শেষ লাইনটি ইউলিসিসের দৃঢ় সংকল্পের ঘোষণা। এখানে বলা হয়েছে—জীবনে সংগ্রাম করতে হবে, খুঁজতে হবে, পেতে হবে, কিন্তু কখনো নত হওয়া যাবে না। এটি তার চূড়ান্ত বীরোচিত স্লোগান।

0
Updated: 1 month ago
What sound do the mariners hear after eating Lotos?
Created: 1 month ago
A
A joyous song
B
A thin voice, like from the grave
C
Thunder of gods
D
Echo of war cries
লোটাস খাওয়ার পর নাবিকরা শুনতে পায় সঙ্গীদের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেছে, যেন কবর থেকে ভেসে আসছে। এটি বোঝায় তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে এক অলৌকিক ঘুমের জগতে প্রবেশ করেছে। এটি মৃত্যুর নৈকট্যের প্রতীক হিসেবেও কাজ করে।

1
Updated: 1 month ago
What role does faith play in In Memoriam?
Created: 2 weeks ago
A
Faith is depicted as irrelevant to coping with loss
B
Faith helps the poet find peace and understanding in the face of grief
C
Faith is used to justify the inevitability of suffering
D
Faith leads the poet to deny the reality of death
In Memoriam কবিতায়, বিশ্বাস এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কবি তার শোক এবং দুঃখের মধ্যেও বিশ্বাসের শক্তির মাধ্যমে শান্তি এবং বোঝাপড়া খুঁজে পান। কবি তার প্রিয়জনের মৃত্যুর পর, আধ্যাত্মিক বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আস্থা থেকে শান্তি খুঁজে পেতে সক্ষম হন।
তার বিশ্বাস তাকে জীবনের চিরস্থায়ী শক্তির প্রতি আস্থা জোগায় এবং মৃত্যুকে একটি প্রস্থান হিসেবে নয়, বরং একটি নতুন জীবনের সূচনা হিসেবে দেখাতে সাহায্য করে। এভাবে, কবির বিশ্বাস তাকে শোকের মধ্যে সমাধান এবং শক্তি প্রদান করে।

0
Updated: 2 weeks ago
Ulysses dismisses his "savage race" and the "unequal laws unto a savage race" primarily because he perceives them as:
Created: 1 month ago
A
Rebellious and disloyal
B
Uninterested in his grand adventures and intellectual pursuits
C
Too demanding of his time and attention
D
Incapable of understanding complex governance
চরিত্রটির অবহেলাপূর্ণ ভঙ্গি মূলত এসেছে তার দৃষ্টিভঙ্গি থেকে। সে মনে করে তার জনগণ তার মতো বুদ্ধিবৃত্তিক বা সাহসী স্তরে পৌঁছাতে সক্ষম নয়। তাদের জীবনযাত্রা তার কাছে নিছক সাধারণ ও তুচ্ছ বলে মনে হয়।
-
সে মনে করে জনগণ কেবল “hoard, and sleep, and feed”—এই ধরনের দৈনন্দিন কাজে সীমাবদ্ধ।
-
তাদের মধ্যে সেই মহৎ অভিজ্ঞতা ও জ্ঞান উপলব্ধি করার ক্ষমতা নেই, যা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
জনগণের দৈনন্দিন জীবন ও চিন্তার সঙ্গে তার কোনো মানসিক সংযোগ তৈরি হয় না।
-
তাদের উদ্বেগ ও সাধারণ বিষয়গুলোকে সে তুচ্ছ মনে করে।
-
তার নিজস্ব লক্ষ্য সবসময় অজানাকে আবিষ্কার করা এবং গভীরতর জ্ঞান অর্জন করা।

0
Updated: 1 month ago