What does “One equal temper of heroic hearts” mean?
A
All sailors are alike
B
They share the same heroic spirit
C
They are weak
D
They are hopeless
উত্তরের বিবরণ
এই লাইনে ইউলিসিস তার নাবিকদের সাথে নিজের সম্পর্ক বোঝান। তারা সবাই একসাথে যুদ্ধ করেছে, ঝড়-বৃষ্টি মোকাবিলা করেছে, এবং গৌরব ভাগ করেছে। বার্ধক্যে তারা দুর্বল হলেও তাদের মনোবল এখনো অটুট। তাদের হৃদয় বীরোচিত মনোভাব নিয়ে সমান। এই ঐক্যই ইউলিসিসকে নতুন যাত্রার জন্য অনুপ্রাণিত করে।

0
Updated: 1 month ago
What does the poet mean by “the long, long night of death” in In Memoriam?
Created: 2 weeks ago
A
Death is an eternal sleep, free from all pain
B
Death is a transition to a peaceful afterlife
C
The poet refers to his own prolonged grief and mourning
D
The poet compares death to the endless suffering of the soul
In Memoriam কবিতায়, "the long, long night of death" বাক্যটি কবির দীর্ঘ শোক এবং দুঃখের সময়কালকে প্রতিফলিত করে। প্রিয়জনের মৃত্যু কবির মনে এক নিঃশেষিত বিষণ্নতা এবং শোকের সৃষ্টি করেছে, যা তাকে দীর্ঘ সময় ধরে শোকমগ্ন করে রেখেছে।
কবি তার শোকের সময়কালকে এক দীর্ঘ রাতের মতো অনুভব করেন, যেখানে সময় ধীরে ধীরে চলে গেলেও, কোনো শান্তি বা প্রশান্তি অনুভব হয় না। কবির মনে, এই শোক এক দীর্ঘ রাতের মতো, যেখানে তার আত্মা স্থির ও অস্থির থাকে এবং জীবনের সত্যের প্রতিফলন করতে বাধ্য হয়।

1
Updated: 2 weeks ago
What does Aurora best symbolise in the poem Tithonus?
Created: 1 week ago
A
Eternal love
B
Beauty and youth
C
The cycle of life and death
D
Power of gods
Aurora, যিনি ভোরের দেবী (goddess of the dawn), এই কবিতায় চিরন্তন সৌন্দর্য ও যৌবনের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছেন। তিনি প্রতিদিন সূর্যের আলো নিয়ে পৃথিবীতে নতুন দিনের সূচনা ঘটান, যা চিরনবীনতা ও পুনর্জন্মের প্রতীকী রূপ।
-
Aurora’র নিজস্ব সৌন্দর্য ও অমর যৌবন (eternal beauty and youth) তাঁর দেবত্বের অংশ, কিন্তু সেই একই উপহার তিনি তাঁর মানবপ্রেমিক Tithonus-কে দিতে পারেন না।
-
এর মাধ্যমে কবি মানুষের সীমাবদ্ধতা ও দেবতার চিরস্থায়ী সত্তার পার্থক্য তুলে ধরেছেন।
-
তাই Aurora এখানে একদিকে নবজাগরণের প্রতীক হলেও, অন্যদিকে তিনি মানুষের অপূর্ণ আকাঙ্ক্ষা ও মৃত্যুহীন সৌন্দর্যের প্রতীক হিসেবেও ধরা দেয়।
অতএব, কবিতায় Aurora Beauty and Youth–এরই শ্রেষ্ঠ প্রতীক।

0
Updated: 1 week ago
Who wrote In Memoriam?
Created: 2 months ago
A
Alfred Tennyson
B
Robert Browning
C
Matthew Arnold
D
William Wordsworth

0
Updated: 2 months ago