A
It is useless
B
It has honour and toil
C
It brings only despair
D
It must be avoided
উত্তরের বিবরণ
ইউলিসিস বার্ধক্য সম্পর্কে বলেন—“Old age hath yet his honour and his toil”। তিনি মনে করেন, বার্ধক্য অকেজো নয়। এ সময়েও মানুষ মহৎ কাজ করতে পারে। বয়স তাকে দুর্বল করলেও ইচ্ছাশক্তি ও অভিজ্ঞতা তাকে এখনও বীরোচিত কাজে অনুপ্রাণিত করে।

1
Updated: 1 day ago
Which constellation is mentioned in the poem?
Created: 1 day ago
A
Orion
B
Hyades
C
Pleiades
D
Ursa Major
কবিতায় ইউলিসিস “the rainy Hyades” উল্লেখ করেন। Hyades একটি নক্ষত্রমণ্ডল যা প্রাচীন জ্যোতির্বিদ্যায় বর্ষার সাথে সম্পর্কিত। ইউলিসিস এই নক্ষত্রকে ব্যবহার করে তাঁর সমুদ্রযাত্রার কঠিন সময়ের কথা স্মরণ করেন, যখন ঝড়ো হাওয়া ও বৃষ্টি তাঁকে কষ্ট দিয়েছে। এটি তাঁর দুঃসাহসী জীবনের একটি অংশ, যা শুধু আনন্দ নয়, কষ্ট ও বিপদেও পূর্ণ। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ইউলিসিস প্রকৃতিকে চ্যালেঞ্জ করেছেন এবং অভিজ্ঞতাকে গ্রহণ করেছেন, সেটা আনন্দ হোক বা দুঃখ।

1
Updated: 1 day ago
What natural process is contrasted with human toil in Choric Song III?
Created: 1 day ago
A
Growth of flowers and fruits
B
Eruption of volcanoes
C
Flow of rivers
D
Motion of stars
চোরিক সংগীতের তৃতীয় অংশে নাবিকরা বলে, পাতার জন্ম, ফলের পাকধরা, ফুলের ঝরে যাওয়া—সবই শ্রম ছাড়াই ঘটে। এগুলো প্রকৃতির সহজ নিয়ম। কিন্তু মানুষের জীবন কঠোর পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে। এই বৈপরীত্য দেখিয়ে নাবিকরা দাবি করে, তাদেরও প্রকৃতির মতো শ্রমহীন জীবনে অংশগ্রহণ করার অধিকার আছে।

1
Updated: 1 day ago
What question do the sailors repeatedly ask in Choric Song II?
Created: 1 day ago
A
Why gods punish us?
B
Why should we toil alone?
C
Why does death frighten us?
D
Why do stars fade?
নাবিকরা বারবার প্রশ্ন করে—“Why should we toil alone?” অর্থাৎ কেন কেবল মানুষকেই শ্রম করতে হবে? প্রকৃতির বাকী সবকিছু বিশ্রামে থাকে, অথচ তারা চিরন্তন দুঃখ ও দায়িত্বের বোঝা বয়ে চলেছে। এটি মূল দ্বন্দ্ব প্রকাশ করে—কর্তব্য বনাম বিশ্রাম।

0
Updated: 1 day ago