What literary device is in “Death closes all”?
A
Simile
B
Metaphor
C
Personification
D
Hyperbole
উত্তরের বিবরণ
“Death closes all” লাইনে মৃত্যু এমনভাবে উপস্থাপিত হয়েছে যেন সে মানুষ, যে দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ মৃত্যুকে মানবীয় বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এখানে মৃত্যু অনিবার্য, যা জীবনের সব সুযোগ-সম্ভাবনার ইতি টানে। এই ব্যক্তিকরণ (Personification) ইউলিসিসের দর্শনকে আরও শক্তিশালী করে তোলে—যে মৃত্যু অবধারিত হলেও তার আগে মহৎ কিছু করা উচিত।

0
Updated: 1 month ago
What is the metaphor for experience in the poem?
Created: 1 month ago
A
A star
B
An arch
C
A river
D
A ship
ইউলিসিস অভিজ্ঞতাকে “an arch” বা খিলান হিসেবে বর্ণনা করেছেন। প্রতিটি অভিজ্ঞতা যেন একটি নতুন দরজা বা জানালা, যার ভেতর দিয়ে নতুন জগৎ দেখা যায়। যতই কেউ অগ্রসর হয়, নতুন অজানা জগৎ সামনে আসে, যা কখনো শেষ হয় না। এটি মানুষের জ্ঞান অনুসন্ধানের অসীম তৃষ্ণাকে প্রতীকীভাবে প্রকাশ করে। অভিজ্ঞতা মানেই কেবল অতীত নয়, বরং ভবিষ্যতের দিকে পথ খোলা।

0
Updated: 1 month ago
"In Memoriam A.H.H.", the entire, massive poem is an elegy mourning the death of Tennyson's...
Created: 1 month ago
A
Beloved dog
B
Close friend, Arthur Henry Hallam
C
First publisher
D
Fictional character
কবিতার পূর্ণ শিরোনাম হলো “In Memoriam A.H.H.”, যেখানে A.H.H. হলো আরথার হেনরি হলম।
-
হলম ছিলেন টেনিসনের ক্যামব্রিজের ঘনিষ্ঠ বন্ধু।
-
১৮৩৩ সালে তার হঠাৎ মৃত্যু টেনিসনের জন্য একটি ব্যক্তিগত এবং সৃজনশীল সংকট সৃষ্টি করে।
-
কবিতাটি মূলত তার বন্ধুর প্রতি শোক এবং স্মরণকে কেন্দ্র করে লেখা হয়েছে।

0
Updated: 1 month ago
What is
the theme of The Lotos-Eaters?
Created: 2 months ago
A
Escape from reality
B
War
C
Love
D
Power

0
Updated: 2 months ago