A
“Free hearts, free foreheads”
B
“An aged wife”
C
“Savage race”
D
“Eternal silence”
উত্তরের বিবরণ
ইউলিসিস তাঁর নাবিকদের বর্ণনা করতে বলেন—“Free hearts, free foreheads”। এটি নাবিকদের সাহসী, স্বাধীনচেতা ও দৃঢ় মনোভাবকে প্রকাশ করে। তারা ঝড়-বৃষ্টি, যুদ্ধ ও কষ্টকে আনন্দের সাথে গ্রহণ করেছে। এই বাক্যবন্ধ ইউলিসিসের সহযোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধা ও একাত্মতাকে দেখায়।

0
Updated: 1 day ago
What is the final chorus line of the sailors?
Created: 1 day ago
A
“We will not wander more”
B
“We will conquer the seas”
C
“We shall return to home”
D
“We will sing forever”
শেষে নাবিকরা একসাথে গেয়ে ওঠে—“O, rest ye, brother mariners, we will not wander more.” এর মাধ্যমে তারা ঘোষণা করে যে তারা আর কখনো শ্রম করবে না, যুদ্ধ করবে না বা ঘরে ফিরবে না। তারা লোটাসভূমির বিশ্রাম ও বিস্মৃতির জীবন বেছে নেয়। এটি কবিতার সবচেয়ে শক্তিশালী লাইন, যা বিশ্রাম বনাম কর্তব্যের দ্বন্দ্বের চূড়ান্ত সমাধান হিসেবে কাজ করে।

1
Updated: 1 day ago
What does Ulysses mean by “I am become a name”?
Created: 1 day ago
A
He has lost identity
B
He is remembered only as a title
C
He has become famous for his adventures
D
He is forgotten in his kingdom
ইউলিসিস বলেন, “I am become a name”। এর মানে হলো, তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং এক নাম, এক প্রতীক। তাঁর অসংখ্য ভ্রমণ, যুদ্ধ ও অভিজ্ঞতার জন্য তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন। তাঁর নাম মানুষজন জানে, যদিও হয়তো তাঁকে ব্যক্তিগতভাবে কেউ চেনে না। এটি এক ধরনের গর্বের প্রকাশ, তবে একইসঙ্গে খানিকটা হতাশাও আছে।
কারণ খ্যাতি থাকলেও যদি জীবন থেমে যায়, তবে তা অর্থহীন। এই লাইন ভিক্টোরিয়ান যুগের খ্যাতি ও ব্যক্তিগত সাফল্যের প্রতি গুরুত্বকে প্রতিফলিত করে।

0
Updated: 1 day ago
What symbolizes Ulysses’ desire for new journey?
Created: 1 day ago
A
The hearth
B
The port and vessel
C
The savage race
D
The barren crags
কবিতায় ইউলিসিস বন্দরের দৃশ্য ও জাহাজের পাল মেলার চিত্র তুলে ধরেছেন। এটি প্রতীকীভাবে বোঝায় নতুন যাত্রার আহ্বান। তার মনে হয়, তার জীবন শেষ হয়নি; সে আবার সাগরে পাড়ি জমাবে। তাই বন্দর ও জাহাজ এখানে স্বাধীনতা, অভিযান ও অজানাকে অনুসরণের প্রতীক।

0
Updated: 1 day ago