What does “sail beyond the sunset” symbolize?
A
Death and afterlife
B
Conquest of Troy
C
Ruling Ithaca
D
Finding treasure
উত্তরের বিবরণ
“Beyond the sunset” অর্থাৎ সূর্যাস্তের ওপারে যাত্রা প্রতীকীভাবে মৃত্যুর পরের জীবনের দিকে অগ্রসর হওয়াকে বোঝায়। সূর্যাস্ত মানে জীবনের সমাপ্তি। ইউলিসিস মনে করেন মৃত্যুর পরও অজানা যাত্রা রয়েছে। তাই এই প্রতীক মৃত্যুকে ভয় নয়, বরং নতুন অভিযানের দ্বার হিসেবে দেখায়। এতে মানবজীবনের সীমাবদ্ধতা ও অজানা জগতের প্রতি আকর্ষণ প্রকাশ পায়।

1
Updated: 1 month ago
Which flower is described as “hangs in sleep” in Choric Song I?
Created: 1 month ago
A
Rose
B
Poppy
C
Lily
D
Violet
কবিতায় বলা হয়েছে—“And from the craggy ledge the poppy hangs in sleep”। এখানে পপি ফুলকে ঘুমন্ত অবস্থায় বর্ণনা করা হয়েছে। পপি সাধারণত আফিম উৎপাদনের সঙ্গে যুক্ত, যা ঘুম, অলসতা ও বিস্মৃতির প্রতীক। টেনিসন এই প্রতীক ব্যবহার করে নাবিকদের মনোভাব ফুটিয়ে তোলেন। তারা যেমন দায়িত্ব ও সংগ্রাম ভুলে ঘুম ও প্রশান্তি কামনা করছে, তেমনি পপিও ঘুমের সঙ্গে জড়িত। এই চিত্রকল্প প্রকৃতির নিস্তব্ধতা ও মানুষের বিশ্রামের আকাঙ্ক্ষার মধ্যে সরাসরি সাদৃশ্য তৈরি করেছে।

2
Updated: 1 month ago
"The Lotos-Eaters" serves as a thematic opposite to which other famous Tennyson poem?
Created: 1 month ago
A
The Charge of the Light Brigade
B
In Memoriam A.H.H.
C
The Lady of Shalott
D
Ulysses
“The Lotos-Eaters” কবিতার মূল বিষয় হলো কষ্টসাধ্য যাত্রা ত্যাগ করার প্রলুব্ধি এবং নিষ্ক্রিয় ও বাস্তবতা থেকে পালানোর জীবনকে স্বীকার করা।
-
নাবিকেরা লোটাস ফলের প্রভাবে তাদের যাত্রা স্থগিত করার এবং অলসতা গ্রহণের প্রলোভনে পড়ে।
এর বিপরীতে, “Ulysses” কবিতার মূল থিম হলো অদম্য মানবিক মনোভাব এবং বৃদ্ধ বয়সেও অভিযানের ও জ্ঞানার্জনের অবিরাম অনুসন্ধান।
-
উলিসিস তার বয়স ও ক্লান্তি সত্ত্বেও অজানা ও চ্যালেঞ্জের দিকে অগ্রসর হতে চায়।
এই দুই কবিতা জীবনের চ্যালেঞ্জের প্রতি বিপরীত প্রতিক্রিয়া প্রদর্শন করে: পিছপা হওয়া বনাম এগিয়ে যাওয়া।

0
Updated: 1 month ago
What does the image of leaves growing, turning yellow, and falling signify?
Created: 1 month ago
A
Futility of nature
B
Life’s natural cycle without toil
C
Destruction of trees
D
Gods’ punishment
পাতার জন্ম, বৃদ্ধি, পেকে হলুদ হওয়া এবং ঝরে পড়া জীবনের স্বাভাবিক চক্রের প্রতীক। এগুলো শ্রম ছাড়াই ঘটে। নাবিকরা এটিকে মানুষের জীবনের সাথে তুলনা করে, যেখানে অবিরাম পরিশ্রম করতে হয়। প্রকৃতির সহজ নিয়মের সাথে মানুষের কঠিন নিয়মের বিরোধ তৈরি হয়।

0
Updated: 1 month ago