A
“Most blameless is he”
B
“An idle king”
C
“Hungry heart”
D
“Rust unburnish’d”
উত্তরের বিবরণ
ইউলিসিস টেলেম্যাকাসকে “Most blameless” বলে উল্লেখ করেছেন। এর মানে সে নিষ্কলুষ, দায়িত্বশীল এবং সাধারণ কর্তব্যে নিবেদিত। এখানে টেনিসন দায়িত্ববান শাসকের মডেল হিসেবে টেলেম্যাকাসকে তুলে ধরেছেন, যা ইউলিসিসের অভিযাত্রী মানসিকতার সাথে তীব্র বৈপরীত্য তৈরি করে।

0
Updated: 1 day ago
What is
the theme of The Lotos-Eaters?
Created: 3 weeks ago
A
Escape from reality
B
War
C
Love
D
Power

0
Updated: 3 weeks ago
What does Ulysses say about pausing or making an end?
Created: 1 day ago
A
It is noble
B
It is dull
C
It is rewarding
D
It is wise
ইউলিসিস বলেন: “How dull it is to pause, to make an end”। অর্থাৎ, জীবনের যাত্রা থামানো বা শেষ করে দেওয়া তাঁর কাছে নিরস ও অর্থহীন। তিনি মনে করেন, মানুষকে সর্বদা চলতে হবে, নতুন কিছু অর্জন করতে হবে। থেমে যাওয়া মানে মরিচা ধরা লোহার মতো অকেজো হওয়া। এই লাইন তাঁর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি প্রকাশ করে—যেখানে কর্ম, অভিজ্ঞতা ও সংগ্রামই আসল।

0
Updated: 1 day ago
Who wrote Tithonus?
Created: 1 month ago
A
Alfred Tennyson
B
Robert Browning
C
Matthew Arnold
D
William Wordsworth

0
Updated: 1 month ago