What is meant by “It is not too late to seek a newer world”?
A
The world is unchanged
B
Even in old age one can explore
C
Exploration is impossible
D
The sailors are tired
উত্তরের বিবরণ
ইউলিসিস তাঁর নাবিকদের বলেন, নতুন দুনিয়া খোঁজার জন্য এখনো দেরি হয়নি। এর মানে হলো, বার্ধক্য জীবনের শেষ নয়। জীবনের প্রতিটি মুহূর্তই নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ। ইউলিসিস বিশ্বাস করেন, মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে শিখতে ও অনুসন্ধান করতে হবে। এটি ভিক্টোরিয়ান যুগের সাহসী মনোভাব ও অগ্রগতির প্রতিফলন। বার্ধক্যের সীমাবদ্ধতা স্বীকার করেও ইউলিসিস নতুন দিগন্ত অনুসন্ধানের কথা বলেন।

0
Updated: 1 month ago
Who is the "grey spirit yearning in desire / To follow knowledge like a sinking star"?
Created: 1 month ago
A
Telemachus
B
Ulysses himself
C
The mariners
D
An ancient prophet
উলিসিসের বক্তব্যে বয়স, আকাঙ্ক্ষা এবং জ্ঞানান্বেষণের প্রতীকী দিকগুলো ফুটে উঠেছে। যদিও তিনি আর তরুণ নন, তার মানসিকতা এখনও অস্থির ও অনুসন্ধিৎসু।
-
"Grey" শব্দটি বৃদ্ধাবস্থা বোঝায়। তিনি আর তরুণ বীর নন, বরং মহৎ অভিযান শেষে ইথাকায় ফিরে আসা এক বৃদ্ধ।
-
"spirit yearning in desire" তার অস্থির ও উচ্চাভিলাষী মনোভাবকে প্রকাশ করে। বয়স বেড়ে গেলেও তার আত্মা এখনও অজানাকে আবিষ্কারের তৃষ্ণায় ব্যাকুল।
-
ইথাকায় একঘেয়ে ও অলস জীবন তাকে সন্তুষ্ট করতে পারে না; তাই তিনি শেষবারের মতো নতুন অভিযানে যেতে চান।
-
"To follow knowledge like a sinking star" তার অতৃপ্ত জ্ঞানপিপাসা ও নতুন অভিজ্ঞতার তৃষ্ণার প্রতীক। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সীমাহীন জ্ঞান ও অজানাকে অনুসরণ করতে চান, যেমন একটি তারকা দিগন্তের ওপারে হারিয়ে যায়।

0
Updated: 1 month ago
What is the final chorus line of the sailors?
Created: 1 month ago
A
“We will not wander more”
B
“We will conquer the seas”
C
“We shall return to home”
D
“We will sing forever”
শেষে নাবিকরা একসাথে গেয়ে ওঠে—“O, rest ye, brother mariners, we will not wander more.” এর মাধ্যমে তারা ঘোষণা করে যে তারা আর কখনো শ্রম করবে না, যুদ্ধ করবে না বা ঘরে ফিরবে না। তারা লোটাসভূমির বিশ্রাম ও বিস্মৃতির জীবন বেছে নেয়। এটি কবিতার সবচেয়ে শক্তিশালী লাইন, যা বিশ্রাম বনাম কর্তব্যের দ্বন্দ্বের চূড়ান্ত সমাধান হিসেবে কাজ করে।

1
Updated: 1 month ago
What crucial part of the gift was forgotten in "Tithonus"?
Created: 1 month ago
A
Eternal wealth
B
Eternal youth
C
The ability to feel no pain
D
কবিতার মূল ব্যঙ্গাত্মক দিকটি এই অনুপস্থিত উপাদানের উপর নির্ভর করে।
-
অরোরা, ভোরের দেবী, টিথোনাসের অমরত্বের ইচ্ছা পূরণ করেন, কিন্তু চিরন্তন যুবকত্বের কথাটি জিজ্ঞাসা করতে ভুলে যান।
-
এই ত্রুটির ফলে টিথোনাসকে চিরস্থায়ী বৃদ্ধির অভিশাপে বন্দি হতে হয়।
-
তিনি ধীরে ধীরে অমর যুবতী প্রেমিকার পাশে ক্ষয়প্রাপ্ত ও দুর্বল হয়ে যান, যা কবিতার করুণ ও ব্যঙ্গাত্মক ফলাফলকে ফুটিয়ে তোলে।

0
Updated: 1 month ago