What do “twinkling lights from the rocks” symbolize?
A
Stars
B
Evening and nearing death
C
Fireflies
D
Ships
উত্তরের বিবরণ
ইউলিসিস বলেন—“The lights begin to twinkle from the rocks”। এখানে সন্ধ্যার আগমন ও পাহাড়ে জ্বলা আলো জীবনের শেষ প্রহরের প্রতীক। দিন শেষ হয়ে আসছে, অর্থাৎ তার জীবনও শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে। একইসঙ্গে এই আলোকচিত্র মৃত্যু নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দেয়। টেনিসন সূর্যাস্ত ও চাঁদ ওঠার সঙ্গে সাগরের গর্জন মিলিয়ে এমন এক পরিবেশ আঁকেন, যা বার্ধক্য ও মৃত্যুর প্রতীক। আলো জ্বলার এই চিত্র মানবজীবনের ক্ষণস্থায়িত্বকে স্মরণ করায়।

2
Updated: 1 month ago
Which flower is described as “hangs in sleep” in Choric Song I?
Created: 1 month ago
A
Rose
B
Poppy
C
Lily
D
Violet
কবিতায় বলা হয়েছে—“And from the craggy ledge the poppy hangs in sleep”। এখানে পপি ফুলকে ঘুমন্ত অবস্থায় বর্ণনা করা হয়েছে। পপি সাধারণত আফিম উৎপাদনের সঙ্গে যুক্ত, যা ঘুম, অলসতা ও বিস্মৃতির প্রতীক। টেনিসন এই প্রতীক ব্যবহার করে নাবিকদের মনোভাব ফুটিয়ে তোলেন। তারা যেমন দায়িত্ব ও সংগ্রাম ভুলে ঘুম ও প্রশান্তি কামনা করছে, তেমনি পপিও ঘুমের সঙ্গে জড়িত। এই চিত্রকল্প প্রকৃতির নিস্তব্ধতা ও মানুষের বিশ্রামের আকাঙ্ক্ষার মধ্যে সরাসরি সাদৃশ্য তৈরি করেছে।

2
Updated: 1 month ago
In In Memoriam, what does the poet express about death?
Created: 2 weeks ago
A
Death is an inevitable end to life, with no spiritual significance
B
Death is a natural part of the universe that cannot be avoided
C
Death is a journey towards eternal peace and happiness
D
Death is a difficult and painful experience, but it leads to spiritual growth
In Memoriam কবিতায়, মৃত্যুকে একটি কঠিন এবং বেদনার্দ শোক হিসেবে উপস্থাপন করেছেন, কিন্তু একই সাথে, তিনি বিশ্বাস করেন যে এটি আধ্যাত্মিক বৃদ্ধির দিকে নিয়ে যায়। কবি শোক এবং কষ্টের মধ্য দিয়েই এক নতুন আধ্যাত্মিক জ্ঞানের খোঁজ পেতে সক্ষম হন।
মৃত্যুর পর, শোক এবং শোক কাটিয়ে উঠে, কবি মৃত্যুকে একজন প্রিয়জনের শাশ্বত অস্তিত্বের প্রতি একটি প্রকৃত আস্থা হিসেবে গ্রহণ করতে শুরু করেন। এভাবে কবি মৃত্যু এবং জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে চিত্রিত করেন।

1
Updated: 2 weeks ago
What does Ulysses reject as life?
Created: 1 month ago
A
Striving and seeking
B
Breathing alone
C
Fighting wars
D
Governing Ithaca
ইউলিসিস বলেন: “As tho’ to breathe were life!”। এর মাধ্যমে তিনি বোঝান যে নিছক শ্বাস-প্রশ্বাস নেওয়া জীবনের সমান নয়। আসল জীবন হলো নতুন অভিজ্ঞতা, সংগ্রাম ও জ্ঞানের অনুসন্ধান। যদি কেউ শুধু বেঁচে থাকে কিন্তু কিছু অর্জন না করে, তবে তার জীবন অর্থহীন। এই বক্তব্য ইউলিসিসের অভিযাত্রী ও অদম্য মনোভাবকে প্রকাশ করে।

2
Updated: 1 month ago