A
He will travel the seas
B
He will rule Ithaca with patience
C
He will fight wars in Troy
D
He will become a poet
উত্তরের বিবরণ
ইউলিসিস বলেন তাঁর পুত্র টেলেম্যাকাস রাজ্য শাসনের জন্য উপযুক্ত। সে ধীর, নীতিবান ও ধৈর্যশীল। সে প্রজাদের ধীরে ধীরে সভ্য করে তুলবে, দায়িত্ব পালন করবে, এবং দেবতাদের উপাসনা করবে। এভাবে টেলেম্যাকাসের চরিত্র দায়িত্বশীলতার প্রতীক, যেখানে ইউলিসিস স্বাধীনতা ও ভ্রমণের প্রতীক।

0
Updated: 1 day ago
What are the alternatives sailors desire in Choric Song IV?
Created: 1 day ago
A
Wealth or fame
B
Long rest or death
C
Power or conquest
D
War or peace
তারা শেষমেশ ঘোষণা করে যে তাদের কামনা কেবল দুইটি—দীর্ঘ বিশ্রাম অথবা মৃত্যু। তাদের কাছে দুটোই একই অর্থ বহন করে, কারণ মৃত্যু মানে চিরন্তন ঘুম। এটি জীবনের ক্লান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে।

1
Updated: 1 day ago
What is the metaphor for experience in the poem?
Created: 1 day ago
A
A star
B
An arch
C
A river
D
A ship
ইউলিসিস অভিজ্ঞতাকে “an arch” বা খিলান হিসেবে বর্ণনা করেছেন। প্রতিটি অভিজ্ঞতা যেন একটি নতুন দরজা বা জানালা, যার ভেতর দিয়ে নতুন জগৎ দেখা যায়। যতই কেউ অগ্রসর হয়, নতুন অজানা জগৎ সামনে আসে, যা কখনো শেষ হয় না। এটি মানুষের জ্ঞান অনুসন্ধানের অসীম তৃষ্ণাকে প্রতীকীভাবে প্রকাশ করে। অভিজ্ঞতা মানেই কেবল অতীত নয়, বরং ভবিষ্যতের দিকে পথ খোলা।

0
Updated: 1 day ago
Which three mountain-tops are mentioned in the poem?
Created: 1 day ago
A
Covered with ash
B
Covered with gold
C
Covered with aged snow
D
Covered with flowers
নাবিকরা দূর থেকে যে তিনটি পাহাড় দেখে, সেগুলো “aged snow” দ্বারা আবৃত। এটি প্রাচীনতা, স্থায়িত্ব এবং সময়ের প্রবাহের প্রতীক। বরফ পাহাড়কে অপরিবর্তিত রাখে, আবার ঠান্ডা ও নিস্তব্ধ পরিবেশ তৈরি করে। টেনিসন এই চিত্র ব্যবহার করে নাবিকদের মনে স্থবিরতা ও স্থায়ী বিশ্রামের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন।

1
Updated: 1 day ago