Who does Ulysses wish to meet in the Happy Isles?
A
Hector
B
Achilles
C
Agamemnon
D
Ajax
উত্তরের বিবরণ
ইউলিসিস আশা করেন মৃত্যুর পর “Happy Isles”-এ গিয়ে তিনি মহান বীর অ্যাকিলিসকে দেখবেন। এটি গ্রীক পুরাণের বীরোচিত ঐতিহ্যকে বোঝায়। তাঁর অভিযাত্রী মন মৃত্যুর পরও বীরদের সঙ্গ কামনা করে।

1
Updated: 1 month ago
What do “twinkling lights from the rocks” symbolize?
Created: 1 month ago
A
Stars
B
Evening and nearing death
C
Fireflies
D
Ships
ইউলিসিস বলেন—“The lights begin to twinkle from the rocks”। এখানে সন্ধ্যার আগমন ও পাহাড়ে জ্বলা আলো জীবনের শেষ প্রহরের প্রতীক। দিন শেষ হয়ে আসছে, অর্থাৎ তার জীবনও শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে। একইসঙ্গে এই আলোকচিত্র মৃত্যু নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দেয়। টেনিসন সূর্যাস্ত ও চাঁদ ওঠার সঙ্গে সাগরের গর্জন মিলিয়ে এমন এক পরিবেশ আঁকেন, যা বার্ধক্য ও মৃত্যুর প্রতীক। আলো জ্বলার এই চিত্র মানবজীবনের ক্ষণস্থায়িত্বকে স্মরণ করায়।

2
Updated: 1 month ago
What is the significance of the final line “To strive, to seek, to find, and not to yield”?
Created: 1 month ago
A
It encourages surrender
B
It shows despair
C
It declares determination
D
It describes death
শেষ লাইনটি ইউলিসিসের দৃঢ় সংকল্পের ঘোষণা। এখানে বলা হয়েছে—জীবনে সংগ্রাম করতে হবে, খুঁজতে হবে, পেতে হবে, কিন্তু কখনো নত হওয়া যাবে না। এটি তার চূড়ান্ত বীরোচিত স্লোগান।

0
Updated: 1 month ago
What is the metaphor for experience in the poem?
Created: 1 month ago
A
A star
B
An arch
C
A river
D
A ship
ইউলিসিস অভিজ্ঞতাকে “an arch” বা খিলান হিসেবে বর্ণনা করেছেন। প্রতিটি অভিজ্ঞতা যেন একটি নতুন দরজা বা জানালা, যার ভেতর দিয়ে নতুন জগৎ দেখা যায়। যতই কেউ অগ্রসর হয়, নতুন অজানা জগৎ সামনে আসে, যা কখনো শেষ হয় না। এটি মানুষের জ্ঞান অনুসন্ধানের অসীম তৃষ্ণাকে প্রতীকীভাবে প্রকাশ করে। অভিজ্ঞতা মানেই কেবল অতীত নয়, বরং ভবিষ্যতের দিকে পথ খোলা।

0
Updated: 1 month ago