A
Ulysses’ comrade
B
Ulysses’ son
C
A Trojan warrior
D
A Greek god
উত্তরের বিবরণ
কবিতায় টেলেম্যাকাসকে ইউলিসিসের পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ইউলিসিস মনে করেন, রাজত্ব করার জন্য টেলেম্যাকাস উপযুক্ত। সে ধৈর্যশীল, বিচক্ষণ এবং ধর্মনিষ্ঠ। ইউলিসিস রাজকীয় দায়িত্ব তাকে অর্পণ করতে চান, যাতে তিনি নিজে আবার যাত্রায় বের হতে পারেন।

0
Updated: 1 day ago
What philosophical question is raised in Choric Song IV?
Created: 1 day ago
A
Why must life be labour?
B
Why must gods exist?
C
Why must man seek glory?
D
Why must stars fade?
নাবিকরা প্রশ্ন করে—“Death is the end of life; ah, why / Should life all labour be?” অর্থাৎ, যখন মৃত্যু অবশ্যম্ভাবী, তখন কেন জীবন কেবল পরিশ্রম ও কষ্টে ভরা হবে? এই প্রশ্ন মানবজীবনের মৌলিক দর্শনকে স্পর্শ করে। এটি মূল দ্বন্দ্ব—দায়িত্ব বনাম বিশ্রামের প্রতিফলন।

0
Updated: 1 day ago
What does Ulysses say about pausing or making an end?
Created: 1 day ago
A
It is noble
B
It is dull
C
It is rewarding
D
It is wise
ইউলিসিস বলেন: “How dull it is to pause, to make an end”। অর্থাৎ, জীবনের যাত্রা থামানো বা শেষ করে দেওয়া তাঁর কাছে নিরস ও অর্থহীন। তিনি মনে করেন, মানুষকে সর্বদা চলতে হবে, নতুন কিছু অর্জন করতে হবে। থেমে যাওয়া মানে মরিচা ধরা লোহার মতো অকেজো হওয়া। এই লাইন তাঁর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি প্রকাশ করে—যেখানে কর্ম, অভিজ্ঞতা ও সংগ্রামই আসল।

0
Updated: 1 day ago
What is the final resolution of Ulysses?
Created: 1 day ago
A
To rest in Ithaca
B
To travel till death
C
To give up hope
D
To stay with wife
কবিতার শেষে ইউলিসিস ঘোষণা করেন যে তিনি মৃত্যুর আগ পর্যন্ত যাত্রা চালিয়ে যাবেন। তার কাছে জীবন মানেই ভ্রমণ, জ্ঞান অনুসন্ধান ও সংগ্রাম। তিনি প্রজাদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে নাবিকদের সঙ্গে নতুন যাত্রায় বের হওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত ইউলিসিসের অদম্য মনোবল ও অভিযাত্রী আত্মার প্রতিফলন।

0
Updated: 1 day ago