What work does Ulysses hope to do before death?
A
Write poetry
B
Conquer Troy again
C
Some work of noble note
D
Build a palace
উত্তরের বিবরণ
ইউলিসিস বলেন, মৃত্যুর আগে তিনি কিছু “work of noble note” করতে চান। এর মানে এমন কাজ যা মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। তিনি মনে করেন, তাঁর জীবনের শেষ অধ্যায়ও গৌরবময় হওয়া উচিত।

0
Updated: 1 month ago
What does “sail beyond the sunset” symbolize?
Created: 1 month ago
A
Death and afterlife
B
Conquest of Troy
C
Ruling Ithaca
D
Finding treasure
“Beyond the sunset” অর্থাৎ সূর্যাস্তের ওপারে যাত্রা প্রতীকীভাবে মৃত্যুর পরের জীবনের দিকে অগ্রসর হওয়াকে বোঝায়। সূর্যাস্ত মানে জীবনের সমাপ্তি। ইউলিসিস মনে করেন মৃত্যুর পরও অজানা যাত্রা রয়েছে। তাই এই প্রতীক মৃত্যুকে ভয় নয়, বরং নতুন অভিযানের দ্বার হিসেবে দেখায়। এতে মানবজীবনের সীমাবদ্ধতা ও অজানা জগতের প্রতি আকর্ষণ প্রকাশ পায়।

1
Updated: 1 month ago
Which constellation is mentioned in the poem?
Created: 1 month ago
A
Orion
B
Hyades
C
Pleiades
D
Ursa Major
কবিতায় ইউলিসিস “the rainy Hyades” উল্লেখ করেন। Hyades একটি নক্ষত্রমণ্ডল যা প্রাচীন জ্যোতির্বিদ্যায় বর্ষার সাথে সম্পর্কিত। ইউলিসিস এই নক্ষত্রকে ব্যবহার করে তাঁর সমুদ্রযাত্রার কঠিন সময়ের কথা স্মরণ করেন, যখন ঝড়ো হাওয়া ও বৃষ্টি তাঁকে কষ্ট দিয়েছে। এটি তাঁর দুঃসাহসী জীবনের একটি অংশ, যা শুধু আনন্দ নয়, কষ্ট ও বিপদেও পূর্ণ। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ইউলিসিস প্রকৃতিকে চ্যালেঞ্জ করেছেন এবং অভিজ্ঞতাকে গ্রহণ করেছেন, সেটা আনন্দ হোক বা দুঃখ।

3
Updated: 1 month ago
What phrase shows Ulysses’ bond with his sailors?
Created: 1 month ago
A
“Free hearts, free foreheads”
B
“An aged wife”
C
“Savage race”
D
“Eternal silence”
ইউলিসিস তাঁর নাবিকদের বর্ণনা করতে বলেন—“Free hearts, free foreheads”। এটি নাবিকদের সাহসী, স্বাধীনচেতা ও দৃঢ় মনোভাবকে প্রকাশ করে। তারা ঝড়-বৃষ্টি, যুদ্ধ ও কষ্টকে আনন্দের সাথে গ্রহণ করেছে। এই বাক্যবন্ধ ইউলিসিসের সহযোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধা ও একাত্মতাকে দেখায়।

0
Updated: 1 month ago