What phrase describes Telemachus as blameless?
A
“Most blameless is he”
B
“An idle king”
C
“Hungry heart”
D
“Rust unburnish’d”
উত্তরের বিবরণ
ইউলিসিস টেলেম্যাকাসকে “Most blameless” বলে উল্লেখ করেছেন। এর মানে সে নিষ্কলুষ, দায়িত্বশীল এবং সাধারণ কর্তব্যে নিবেদিত। এখানে টেনিসন দায়িত্ববান শাসকের মডেল হিসেবে টেলেম্যাকাসকে তুলে ধরেছেন, যা ইউলিসিসের অভিযাত্রী মানসিকতার সাথে তীব্র বৈপরীত্য তৈরি করে।

0
Updated: 1 month ago
What does “sail beyond the sunset” symbolize?
Created: 1 month ago
A
Death and afterlife
B
Conquest of Troy
C
Ruling Ithaca
D
Finding treasure
“Beyond the sunset” অর্থাৎ সূর্যাস্তের ওপারে যাত্রা প্রতীকীভাবে মৃত্যুর পরের জীবনের দিকে অগ্রসর হওয়াকে বোঝায়। সূর্যাস্ত মানে জীবনের সমাপ্তি। ইউলিসিস মনে করেন মৃত্যুর পরও অজানা যাত্রা রয়েছে। তাই এই প্রতীক মৃত্যুকে ভয় নয়, বরং নতুন অভিযানের দ্বার হিসেবে দেখায়। এতে মানবজীবনের সীমাবদ্ধতা ও অজানা জগতের প্রতি আকর্ষণ প্রকাশ পায়।

1
Updated: 1 month ago
How does the theme of ambition feature in Ulysses?
Created: 2 weeks ago
A
It shows the destructive nature of ambition
B
It highlights the desire for rest and tranquillity
C
It emphasises the importance of ambition in achieving greatness
D
It suggests that ambition leads to unhappiness
Ulysses কবিতায়, উলিসিসের উচ্চাকাঙ্ক্ষা এবং তার জীবনের প্রতি মনোভাব সবার থেকে আলাদা। তিনি বিশ্বাস করেন যে, তার জীবনের উদ্দেশ্য শুধুমাত্র শান্তি বা পরিপূর্ণতা নয়, বরং একটি চিরস্থায়ী অনুসন্ধান—একটি অবিরাম প্রচেষ্টা যা তাকে মহানতা অর্জনে সাহায্য করবে। তার উচ্চাকাঙ্ক্ষা কখনো থামতে চায় না, এবং সে জীবনের শেষদিন পর্যন্ত সেই অনুসন্ধান অব্যাহত রাখতে চায়।
কবি এই মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষার শক্তি এবং তার মহত্বের প্রতি উলিসিসের অটল বিশ্বাসের চিত্র তুলে ধরেছেন, যা তাকে প্রতিনিয়ত নতুন গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যায়।

0
Updated: 2 weeks ago
What philosophical question is raised in Choric Song IV?
Created: 1 month ago
A
Why must life be labour?
B
Why must gods exist?
C
Why must man seek glory?
D
Why must stars fade?
নাবিকরা প্রশ্ন করে—“Death is the end of life; ah, why / Should life all labour be?” অর্থাৎ, যখন মৃত্যু অবশ্যম্ভাবী, তখন কেন জীবন কেবল পরিশ্রম ও কষ্টে ভরা হবে? এই প্রশ্ন মানবজীবনের মৌলিক দর্শনকে স্পর্শ করে। এটি মূল দ্বন্দ্ব—দায়িত্ব বনাম বিশ্রামের প্রতিফলন।

0
Updated: 1 month ago