What role does Telemachus play according to Ulysses?
A
He will travel the seas
B
He will rule Ithaca with patience
C
He will fight wars in Troy
D
He will become a poet
উত্তরের বিবরণ
ইউলিসিস বলেন তাঁর পুত্র টেলেম্যাকাস রাজ্য শাসনের জন্য উপযুক্ত। সে ধীর, নীতিবান ও ধৈর্যশীল। সে প্রজাদের ধীরে ধীরে সভ্য করে তুলবে, দায়িত্ব পালন করবে, এবং দেবতাদের উপাসনা করবে। এভাবে টেলেম্যাকাসের চরিত্র দায়িত্বশীলতার প্রতীক, যেখানে ইউলিসিস স্বাধীনতা ও ভ্রমণের প্রতীক।

0
Updated: 1 month ago
What does Ulysses say about death?
Created: 1 month ago
A
It is far away
B
It closes all
C
It brings glory
D
It is an illusion
ইউলিসিস বলেন—“Death closes all”। অর্থাৎ মৃত্যু সবকিছুর ইতি টানে। তবে তিনি মনে করেন, মৃত্যুর আগে কিছু মহৎ কাজ করা সম্ভব। মৃত্যু অনিবার্য হলেও মানুষকে শেষ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে।

1
Updated: 1 month ago
The poem is famous for its unique ABBA rhyme scheme, which is now known as the...
Created: 1 month ago
A
"Grief Rhyme"
B
"Tennyson Turn"
C
"'In Memoriam' Stanza"
D
"Victorian Quatrain"
“In Memoriam A.H.H.”-এর ১৩১টি ক্যান্টোর প্রতিটি অংশে একটি অনন্য চতুর্ভুজ (quatrain) ব্যবহৃত হয়েছে, যার ABBA ছন্দপদ্ধতি রয়েছে।
-
এই বিশেষ ছন্দের চতুর্ভুজটি নিয়মিতভাবে পুরো কবিতায় ব্যবহৃত হয়েছে।
-
এটি পরে “‘In Memoriam’ Stanza” নামে পরিচিতি লাভ করে।
-
কবিতার ছন্দ ও গঠনকে এই অদ্বিতীয় স্টানজা বৈশিষ্ট্যপূর্ণ করে তোলে।

0
Updated: 1 month ago
How do the Lotos Eaters perceive the world in The Lotos-Eaters?
Created: 2 weeks ago
A
As a place of endless work and suffering
B
As a world to be conquered and controlled
C
As a temporary illusion that must be escaped
D
As a peaceful and eternal paradise free of struggles
The Lotos-Eaters কবিতায়, লোটোস খাওয়া চরিত্রগুলি পৃথিবীকে একটি শান্তিপূর্ণ এবং চিরকালীন পররাজ্য হিসেবে দেখে যেখানে কোনো সংগ্রাম বা দুঃখ নেই। তারা এই নতুন জীবনে প্রবাহিত হয়ে, অতীতের সমস্ত শোচনীয়তা এবং কষ্ট ভুলে যেতে চায়। তাদের দৃষ্টিতে, পৃথিবী একটি নৈরাজ্যহীন স্থান, যেখানে কোনো যুদ্ধ, পরিশ্রম বা ব্যথা নেই।
এই কবিতায়, লোটোস খাওয়া চরিত্রগুলির দ্বারা উপস্থাপিত শান্তি এবং নিস্তব্ধতার ধারণাটি মানব জীবনের সীমাহীন ক্লান্তি এবং পরিশ্রমের পরিপূরক হিসেবে চিত্রিত করা হয়েছে। তাদের চাহিদা বা উদ্দেশ্য একমাত্র সুখ এবং নীরবতা, যা দুনিয়ার বাস্তব সমস্যাগুলি থেকে মুক্তির প্রতীক।

0
Updated: 2 weeks ago