A
His soul in old age
B
A dead soul
C
His kingdom
D
His son’s nature
উত্তরের বিবরণ
“Gray spirit” বলতে ইউলিসিস তাঁর নিজের বৃদ্ধ আত্মাকে বোঝাচ্ছেন। বয়স বাড়লেও তাঁর মন এখনো জ্ঞান ও অভিযানের জন্য তৃষ্ণার্ত। তিনি বলেন তাঁর ধূসর আত্মা এখনো নতুন কিছু জানতে আকুল। এই অভিব্যক্তি তাঁর অদম্য মনোবল ও বার্ধক্যেও সক্রিয় থাকার ইচ্ছা প্রকাশ করে।

1
Updated: 1 day ago
What is Poetic Justice in literature?
Created: 3 weeks ago
A
Use of poetic devices to create rhythm
B
It ensures the story ends realistically
C
The ideal distribution of rewards and punishments in a story
D
A poem that highlights social justice issues
সঠিক উত্তর: গ) The ideal distribution of rewards and punishments in a story
Poetic Justice
-
সংজ্ঞা: সাহিত্যিক একটি ধারণা, যেখানে চরিত্রের কর্ম অনুযায়ী তাদের উপযুক্ত ফলাফল বা শাস্তি বা পুরস্কার দেওয়া হয়।
-
মূল ভাব: অপরাধী উপযুক্ত শাস্তি পায় এবং সৎ ব্যক্তি ন্যায্য পুরস্কার পায়।
-
উদাহরণ:
-
উইলিয়াম শেক্সপিয়রের The Merchant of Venice
-
উইলিয়াম শেক্সপিয়রের King Lear
-
-
প্রভাব: দর্শককে নৈতিক সন্তুষ্টি দেয় এবং ঘটনাগুলিতে চরিত্রের নৈতিক অবস্থান বা কর্মের প্রতিফলন ঘটে।

0
Updated: 3 weeks ago
What phrase describes Telemachus as blameless?
Created: 1 day ago
A
“Most blameless is he”
B
“An idle king”
C
“Hungry heart”
D
“Rust unburnish’d”
ইউলিসিস টেলেম্যাকাসকে “Most blameless” বলে উল্লেখ করেছেন। এর মানে সে নিষ্কলুষ, দায়িত্বশীল এবং সাধারণ কর্তব্যে নিবেদিত। এখানে টেনিসন দায়িত্ববান শাসকের মডেল হিসেবে টেলেম্যাকাসকে তুলে ধরেছেন, যা ইউলিসিসের অভিযাত্রী মানসিকতার সাথে তীব্র বৈপরীত্য তৈরি করে।

0
Updated: 1 day ago
Sidney
says poetry is an art of ________ that teaches and delights.
Created: 3 months ago
A
Assumption
B
Determination
C
Imagination
D
None of them
Coming...

0
Updated: 3 months ago