A
Glory of kingship
B
Idleness and decay
C
Battle and victory
D
Brightness of life
উত্তরের বিবরণ
ইউলিসিস বলেন, “To rust unburnish’d, not to shine in use!”। এখানে মরিচা ধরা তলোয়ারকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি কোনো তলোয়ার ব্যবহার না করা হয়, তবে তা মরিচা ধরে অকেজো হয়ে যায়। তেমনি, মানুষ যদি কাজ ও অভিজ্ঞতার মধ্যে না থাকে, তবে তার জীবনের উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায়। এই প্রতীক ইউলিসিসের দৃষ্টিতে অলসতার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ।

1
Updated: 1 day ago
The synonym of the word "Queer" is -
Created: 1 week ago
A
Bizarre
B
Ordinary
C
Deliberate
D
Instinctive
Queer (Adjective)
-
Meaning: Strange or unusual
-
Bangla: অদ্ভুত; অস্বাভাবিক
Synonyms: Funny, Bizarre, Weird, Strange
Antonyms: Normal, Ordinary, Typical, Usual
Options Explained:
-
Bizarre – অদ্ভুত, বিচিত্র ✔
-
Ordinary – সাধারণ, গড়পড়তা
-
Deliberate – উদ্দেশ্যপ্রণোদিত
-
Instinctive – প্রেরণা-প্রসূত; স্বতঃস্ফূর্ত
Example Sentences:
-
There was a queer noise coming from the attic.
-
He identifies as queer and is proud of who he is.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago
“Life’s but a walking shadow, a poor player That starts and frets his hour upon the stage and then is heard no more” - quoted from?
Created: 1 week ago
A
King Lear
B
Macbeth
C
Dr. Faustus
D
Othello
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
Macbeth’s “Tomorrow, and tomorrow, and tomorrow” Soliloquy – Act 5, Scene 5
-
Context:
-
Macbeth has just learned of Lady Macbeth’s death.
-
He is trapped in his castle, facing an invading army, and his reign is collapsing.
-
-
Meaning:
-
The soliloquy reflects complete despair and nihilism.
-
Life is portrayed as meaningless, brief, and insignificant:
-
Like a shadow with no substance
-
Like a bad actor who has a dramatic moment on stage but is quickly forgotten
-
-
Concludes with:
"Life’s a tale / Told by an idiot, full of sound and fury, / Signifying nothing."
-
-
Significance:
-
One of the most powerful expressions of hopelessness in literature
-
Marks the absolute low point of Macbeth’s tragic journey
-

0
Updated: 1 week ago
Which author created the character Lemuel Gulliver in Gulliver’s Travels?
Created: 1 month ago
A
H.G. Wells
B
Jonathan Swift
C
Robert Louis Stevenson
D
Lewis Carroll
সঠিক উত্তর: Jonathan Swift
Lemuel Gulliver চরিত্রটি সৃষ্টি করেন Jonathan Swift, একজন আঠারো শতকের আইরিশ সাহিত্যিক, যিনি ব্যঙ্গধর্মী লেখার জন্য পরিচিত। তাঁর লেখা "Gulliver’s Travels" (১৭২৬) একটি বিখ্যাত রম্য উপন্যাস, যেখানে কাল্পনিক ভ্রমণের মাধ্যমে সমাজ, রাজনীতি ও বিজ্ঞানের ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে।
Gulliver’s Travels সংক্ষেপে:
-
এটি ৪ খণ্ডের একটি ব্যঙ্গাত্মক উপন্যাস। পুরো নাম: Travels into Several Remote Places in the World।
-
Gulliver সমুদ্রে ভ্রমণকালে জাহাজ ভেঙে Lilliput নামক এক দেশে পৌঁছায়, যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
সে তার বিশাল দেহ দিয়ে লিলিপুটদের নানা উপকার করে এবং যুদ্ধ জিতে নেয়।
-
একসময় সে রাজাদের রোষানলে পড়ে, চোখ তুলে ফেলার শাস্তি হয়, কিন্তু পালিয়ে বেঁচে ফেরে।
উপন্যাসের চার খণ্ডের নাম:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the country of Houyhnhnms
Jonathan Swift সম্পর্কে:
-
তিনি ছিলেন একজন Anglo-Irish লেখক ও ধর্মযাজক।
-
ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যঙ্গরচয়িতা।
-
Augustan Age-এর একজন লেখক।
-
তাঁর ছদ্মনাম: Isaac Bickerstaff
তাঁর বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver’s Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books

0
Updated: 1 month ago