A
A star
B
An arch
C
A river
D
A ship
উত্তরের বিবরণ
ইউলিসিস অভিজ্ঞতাকে “an arch” বা খিলান হিসেবে বর্ণনা করেছেন। প্রতিটি অভিজ্ঞতা যেন একটি নতুন দরজা বা জানালা, যার ভেতর দিয়ে নতুন জগৎ দেখা যায়। যতই কেউ অগ্রসর হয়, নতুন অজানা জগৎ সামনে আসে, যা কখনো শেষ হয় না। এটি মানুষের জ্ঞান অনুসন্ধানের অসীম তৃষ্ণাকে প্রতীকীভাবে প্রকাশ করে। অভিজ্ঞতা মানেই কেবল অতীত নয়, বরং ভবিষ্যতের দিকে পথ খোলা।

0
Updated: 1 day ago
Who is Mr. Bennet’s favorite daughter?
Created: 4 days ago
A
Jane
B
Elizabeth
C
Lydia
D
Mary
Mr. Bennet Elizabeth-কে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ তার বুদ্ধি, ব্যঙ্গবোধ ও সাহস তার সঙ্গে মেলে। Mrs. Bennet যেখানে Lydia-কে বেশি পছন্দ করে, Mr. Bennet সেখানে Elizabeth-কে নিজের সঙ্গী মনে করেন। তবে Austen দেখান—Mr. Bennet আসলে দায়িত্বহীন পিতা, কারণ সে মেয়েদের শৃঙ্খলা দিতে পারেনি। Elizabeth-এর প্রতি তার ভালোবাসা সত্যিকারের হলেও, বাস্তব দায়িত্ব পালনে তিনি ব্যর্থ।

0
Updated: 4 days ago
What quality does Sidney value most in poetry?
Created: 3 months ago
A
Historical truth
B
Logical argument
C
Creative imagination
D
Rhyme scheme
Sidney সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কবিতার সৃজনশীল কল্পনাশক্তিকে। তিনি বলেন, কবিতা কেবল বাস্তবতা বা ইতিহাসের সত্যি কথা বলা নয়, বরং কল্পনা দিয়ে সুন্দর ও আদর্শ জগত তৈরি করা। কবিরা কল্পনা ব্যবহার করে সাহসী, বুদ্ধিমান ও বিশ্বস্ত চরিত্র সৃষ্টি করেন। এই সৃজনশীলতা কবিতাকে বিশেষ ও শক্তিশালী করে তোলে। Sidney বলেন, কবিতা শুধুমাত্র ছড়া বা তালের খেলা নয়, বরং এটি সৃজনশীল চিন্তার মাধ্যমে মানুষের হৃদয় স্পর্শ করে। তাই তিনি সৃজনশীল কল্পনাশক্তিকেই কবিতার সবচেয়ে বড় গুণ মনে করেন।

0
Updated: 3 months ago
Which kind of literary work is Donne's "Anniversaries"?
Created: 3 weeks ago
A
Short story
B
Play
C
Novel
D
Poem
"Anniversaries" হল একটি কবিতা, যা রচনা করেছেন John Donne।
Anniversaries
-
একটি দীর্ঘ কবিতা (long poem)।
-
রচিত হয়েছিল কবির চাকরীর অধীনে থাকা এক মেয়ের মৃত্যুর স্মরণে।
-
মৃত মেয়েটির বয়স ছিল মাত্র ১৪।
John Donne
-
একজন English poet।
-
মেটাফিজিক্যাল স্কুলের প্রধান কবি।
-
প্রেম ও ধর্ম বিষয়ক কবিতার জন্য বিখ্যাত।
-
তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ প্রেমকবি হিসেবেও বিবেচনা করা হয়।
প্রধান কবিতা
-
The Good-Morrow
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
The Canonization
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls
Source: SparkNotes, Britannica

0
Updated: 3 weeks ago