A
He has lost identity
B
He is remembered only as a title
C
He has become famous for his adventures
D
He is forgotten in his kingdom
উত্তরের বিবরণ
ইউলিসিস বলেন, “I am become a name”। এর মানে হলো, তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং এক নাম, এক প্রতীক। তাঁর অসংখ্য ভ্রমণ, যুদ্ধ ও অভিজ্ঞতার জন্য তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন। তাঁর নাম মানুষজন জানে, যদিও হয়তো তাঁকে ব্যক্তিগতভাবে কেউ চেনে না। এটি এক ধরনের গর্বের প্রকাশ, তবে একইসঙ্গে খানিকটা হতাশাও আছে।
কারণ খ্যাতি থাকলেও যদি জীবন থেমে যায়, তবে তা অর্থহীন। এই লাইন ভিক্টোরিয়ান যুগের খ্যাতি ও ব্যক্তিগত সাফল্যের প্রতি গুরুত্বকে প্রতিফলিত করে।

0
Updated: 1 day ago
According to Sidney, what makes poetry special?
Created: 3 months ago
A
Its strict grammar
B
Its religious message
C
Its power to teach and move the heart
D
Its long tradition
Sidney বলেছেন, কবিতার বিশেষত্ব তার শিক্ষাদান এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার ক্ষমতায়। কবিতা শুধু তথ্য দেয় না, এটি পাঠকদের অনুভূতিতে স্পর্শ করে এবং তাদের ভালো মানুষ হতে সাহায্য করে। তাই কবিতার আসল মূল্য এর শিক্ষামূলক ও প্রভাবশালী শক্তিতে। গ্রামার বা ঐতিহ্যের চেয়ে এই ক্ষমতা Sidney বেশি গুরুত্ব দিয়েছেন।

0
Updated: 3 months ago
The Ghost in “Hamlet” is first spotted in-
Created: 1 week ago
A
In the graveyard
B
Outside the castle
C
On the Deck of the Ship
D
None of this is correct
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
No subjects available.
Location of the Ghost in Hamlet
-
The Ghost is first seen on the guards’ platform at Elsinore Castle, i.e., outside the castle.
-
The initial sightings are by the sentinels Barnardo and Marcellus, along with Horatio, Hamlet’s friend.
-
The Ghost resembles the recently deceased King Hamlet and appears on the battlements of the castle.
-
These events occur in Act 1, Scene 1.
-
Horatio then informs Prince Hamlet, who decides to see the Ghost himself.
Correct Option: b) outside the castle

0
Updated: 1 week ago
What do “twinkling lights from the rocks” symbolize?
Created: 1 day ago
A
Stars
B
Evening and nearing death
C
Fireflies
D
Ships
ইউলিসিস বলেন—“The lights begin to twinkle from the rocks”। এখানে সন্ধ্যার আগমন ও পাহাড়ে জ্বলা আলো জীবনের শেষ প্রহরের প্রতীক। দিন শেষ হয়ে আসছে, অর্থাৎ তার জীবনও শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে। একইসঙ্গে এই আলোকচিত্র মৃত্যু নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দেয়। টেনিসন সূর্যাস্ত ও চাঁদ ওঠার সঙ্গে সাগরের গর্জন মিলিয়ে এমন এক পরিবেশ আঁকেন, যা বার্ধক্য ও মৃত্যুর প্রতীক। আলো জ্বলার এই চিত্র মানবজীবনের ক্ষণস্থায়িত্বকে স্মরণ করায়।

1
Updated: 1 day ago