A
To waste life in luxury
B
To live life passively
C
To drink life to the last drop
D
To regret life’s failures
উত্তরের বিবরণ
“Lees” শব্দটি বোঝায় মদের পাত্রের শেষাংশ বা তলানি। ইউলিসিস বলেন, তিনি জীবনকে “to the lees” পান করবেন। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সুযোগ তিনি পুরোপুরি কাজে লাগাতে চান।
মৃত্যু আসা পর্যন্ত তিনি অভিযান, ভ্রমণ ও জ্ঞান অনুসন্ধান চালিয়ে যেতে চান। তাঁর কাছে জীবন মানেই কর্ম, অভিজ্ঞতা এবং আনন্দ। নিছক বেঁচে থাকা বা শ্বাস নেওয়া তাঁর কাছে জীবন নয়। এই লাইনটি তাঁর অদম্য দুঃসাহসী মনোভাব ও সীমাহীন কৌতূহলকে প্রকাশ করে, যা ভিক্টোরিয়ান যুগের অগ্রগতিপ্রবণ মানসিকতার প্রতিফলন।

0
Updated: 1 day ago
What is the term for a person who dislikes humankind?
Created: 1 day ago
A
Philanthropy
B
Misogyny
C
Benevolence
D
Misanthrope

0
Updated: 1 day ago
The Shepheardes Calender is a collection of:
Created: 3 weeks ago
A
Plays
B
Novels
C
Pastoral poems
D
Sonnets
The Shepheardes Calender হল একটি পাস্টোরাল কবিতার (Pastoral poems) সংকলন।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Edmund Spenser
-
প্রকাশিত: ১৫৭৯
-
ধরণ: Pastoral poems (গ্রামীণ জীবন ও প্রকৃতি ভিত্তিক কবিতা)
-
বৈশিষ্ট্য:
-
মোট ১২টি কবিতা, প্রতিটি মাসকে উপস্থাপন করে
-
গ্রামীণ জীবন, মেষপালক, ঋতুর পরিবর্তন ও প্রকৃতির সৌন্দর্য চিত্রায়িত
-
প্রেম, ধর্ম ও নৈতিকতার বিষয়সমূহও ফুটে ওঠে
-
Edmund Spenser (1552–1599):
-
English poet, Renaissance-এর একজন প্রধান কবি
-
Long allegorical poem The Faerie Queene তার প্রধান কৃতিত্ব
-
Sonnets সংগ্রহ: Amoretti
-
তাকে বলা হয় poet of poets
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Faerie Queene
-
The Shepheardes Calender
-
Amoretti
-
Colin Clouts Come Home Again
-
Complaints
উত্তর: Pastoral poems

0
Updated: 3 weeks ago
Doctor Faustus was written during -
Created: 3 weeks ago
A
Elizabethan period
B
Restoration period
C
Middle English period
D
Victorian period
সঠিক উত্তর: ক) Elizabethan period
বিস্তারিত ব্যাখ্যা:
Doctor Faustus:
-
পুরো নাম: The Tragicall History of D. Faustus
-
রচয়িতা: Christopher Marlowe
-
প্রকাশকাল: ১৬০৪
-
কাঠামো: ৫টি acte বিশিষ্ট ট্র্যাজেডি
-
কাহিনী সংক্ষেপ: Faustus একজন পণ্ডিত ডাক্তার, যিনি অসীম জ্ঞান ও ক্ষমতা অর্জনের জন্য শয়তান Mephistopheles-এর সঙ্গে চুক্তি করেন। নাটকে ভালো এবং খারাপ ফেরেশতা তাকে প্রভাবিত করার চেষ্টা করে। Faustus শেষ পর্যন্ত বুঝতে পারেন যে সে ফিরে আসতে পারবে না।
-
Mephistopheles নাটকে পাপ ও শয়তানের প্রতীক।
কিছু বিখ্যাত সংলাপ:
-
"Pluck up your hearts, since fate still rests our friend."
-
"Hell is just a frame of mind."
-
"Fools that will laugh on earth, most weep in hell."
-
"He that loves pleasure must for pleasure fall."
-
"The stars move still, time runs, the clock will strike."
Christopher Marlowe:
-
একজন Elizabethan poet এবং University Wit
-
Shakespeare-এর আগে ইংরেজি নাটকের অন্যতম প্রধান ব্যক্তিত্ব
-
ড্রাম্যাটিক ব্ল্যাঙ্ক ভার্স প্রতিষ্ঠায় বিশেষভাবে পরিচিত
অন্যান্য উল্লেখযোগ্য রচনা (plays):
-
Edward II
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta

0
Updated: 3 weeks ago