What does Ulysses mean by “gray spirit”?
A
His soul in old age
B
A dead soul
C
His kingdom
D
His son’s nature
উত্তরের বিবরণ
“Gray spirit” বলতে ইউলিসিস তাঁর নিজের বৃদ্ধ আত্মাকে বোঝাচ্ছেন। বয়স বাড়লেও তাঁর মন এখনো জ্ঞান ও অভিযানের জন্য তৃষ্ণার্ত। তিনি বলেন তাঁর ধূসর আত্মা এখনো নতুন কিছু জানতে আকুল। এই অভিব্যক্তি তাঁর অদম্য মনোবল ও বার্ধক্যেও সক্রিয় থাকার ইচ্ছা প্রকাশ করে।

1
Updated: 1 month ago
Which proverb matches "অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট"?
Created: 3 weeks ago
A
Virtue is its own reward
B
United we stand, divided we fall
C
Two heads are better than one
D
Too many cooks spoil the broth
Correct Answer: ঘ) Too many cooks spoil the broth।
Meaning: Too many cooks spoil the broth – অনেকের একসঙ্গে হস্তক্ষেপ করলে কাজে ক্ষতি হয়।
Other Options:
-
ক) "Virtue is its own reward" → পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না। (এটি ওভারক্রাউডিং বা অতিরিক্ত হস্তক্ষেপের সঙ্গে সম্পর্কিত নয়)
-
খ) "United we stand, divided we fall" → একতায় উত্থান, বিভেদে পতন। (এটি ঐক্যের গুরুত্ব বোঝায়, অতিরিক্ত হস্তক্ষেপের নয়)
-
গ) "Two heads are better than one" → দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। (এটি সহযোগিতার ভালো দিক বোঝায়, ক্ষতির নয়)

0
Updated: 2 weeks ago
She herself wrote the letter.
Here, 'herself' is a/an-
Created: 3 weeks ago
A
Reflexive Pronoun
B
Personal Pronoun
C
Emphatic Pronoun
D
Relative Pronoun
Sentence: She herself wrote the letter.
-
এখানে 'herself' হলো একটি Emphatic Pronoun
-
Emphatic Pronoun:
-
যখন Reflexive pronoun বাক্যে subject বা object-এর উপর জোর দিতে ব্যবহৃত হয়, তখন তাকে Emphatic Pronoun বলা হয়
-
অর্থাৎ, subject বা object-এর পর যদি Reflexive pronoun ব্যবহৃত হয়, সেটি Emphatic Pronoun হিসেবে কাজ করে
-
উদাহরণ: এখানে বলা হয়েছে, 'সে নিজেই চিঠিটি লিখেছে'
-
-
Reflexive Pronoun:
-
personal pronoun-এর সাথে self/selves যোগে গঠিত এবং subject ও object একই ব্যক্তিকে বোঝায়
-
উদাহরণ: myself, himself, herself, itself, ourselves, yourselves, themselves
-
-
Reflexive Pronoun vs Emphatic Pronoun:
-
Verb বা preposition-এর পরে বসলে: Reflexive Pronoun
-
উদাহরণ: I cut myself.
-
-
Noun বা pronoun (subject/object)-এর পরে বসলে: Emphatic Pronoun
-
উদাহরণ: I myself saw the accident happen.
-
-

0
Updated: 3 weeks ago
The play 'The Alchemist' was written by-
Created: 1 month ago
A
Ben Jonson
B
Jeremy Taylor
C
George Herbert
D
Sir John Suckling
The Alchemist – Play by Ben Jonson
১. About the Play
-
Title: The Alchemist
-
Author: Ben Jonson
-
Genre: Comedy
-
Acts: 5
-
Date of Publication: 1612
-
Plot Overview:
-
নাটকটি revolves around Lovewit, যিনি তার লন্ডনের বাড়ির দায়িত্ব দেয় তার চতুর চাকর Face-এর হাতে।
-
নাটকটি হাস্যরসাত্মক উপায়ে লোভ, প্রতারণা ও মানুষের দুর্বলতা তুলে ধরে।
-
২. About Ben Jonson
-
English writer, Stuart dramatist, lyric poet, এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
-
Jonson-এর নাটকগুলোতে চরিত্রগুলোর ব্যক্তিত্বের বৈশিষ্ট্য (humours) বিশেষভাবে ফুটে ওঠে।
৩. Notable Plays by Ben Jonson
-
Every Man in His Humour (1598)
-
Volpone (1605)
-
Epicoene; or, The Silent Woman (1609)
-
The Alchemist (1610)
-
Bartholomew Fair (1614)
৪. Important Note
-
এটি Ben Jonson-এর নাটক, পৌলো কোয়েলোর 1988 সালের উপন্যাস "The Alchemist" এর সঙ্গে সংযোগ নেই।

0
Updated: 1 month ago