What does Ulysses reject as life?
A
Striving and seeking
B
Breathing alone
C
Fighting wars
D
Governing Ithaca
উত্তরের বিবরণ
ইউলিসিস বলেন: “As tho’ to breathe were life!”। এর মাধ্যমে তিনি বোঝান যে নিছক শ্বাস-প্রশ্বাস নেওয়া জীবনের সমান নয়। আসল জীবন হলো নতুন অভিজ্ঞতা, সংগ্রাম ও জ্ঞানের অনুসন্ধান। যদি কেউ শুধু বেঁচে থাকে কিন্তু কিছু অর্জন না করে, তবে তার জীবন অর্থহীন। এই বক্তব্য ইউলিসিসের অভিযাত্রী ও অদম্য মনোভাবকে প্রকাশ করে।

2
Updated: 1 month ago
Functus officio means -
Created: 4 weeks ago
A
Acting beyond one’s authority
B
Acting in secret
C
High Official
D
No longer holding official authority
“Functus officio” শব্দগুচ্ছের অর্থ এবং ব্যবহার নিম্নরূপ:
-
English Meaning: no longer holding office or having official authority
-
Bangla Meaning: দায়িত্বে নেই / দায়িত্ব থেকে অব্যাহতি প্রাপ্ত
Example Sentence:
Once a court has passed a valid sentence after a lawful hearing, it is functus officio and cannot reopen the case.
Bangla Meaning: আদালত আইনানুগ শুনানির পর রায় দিয়ে দিলে তার দায়িত্ব এখানেই শেষ এবং এই মামলা আর খুলতে পারবে না।
Source:

0
Updated: 4 weeks ago
Leviathan, a foundational work in political philosophy, was authored by which thinker?
Created: 2 months ago
A
Thomas Hobbes
B
Niccolo Machiavelli
C
David Hume
D
Immanuel Kant
• লেভিয়াথান (Leviathan) হলো রাজনীতি ও সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা ইংরেজ দার্শনিক Thomas Hobbes (থমাস হবস) কর্তৃক রচিত। Hobbes ১৬৫১ সালে এই বইটি প্রকাশ করেন, যেখানে তিনি সামাজিক চুক্তি ও শাসকের কর্তৃত্ব নিয়ে আলোচনা করেন। তিনি যুক্তি দেন যে, মানুষের প্রাকৃতিক অবস্থা "সবাই সবার বিরুদ্ধে যুদ্ধ" (war of all against all), যেখানে জীবন হয় "নিরাপত্তাহীন, দুঃখজনক ও সংক্ষিপ্ত"। Hobbes মনে করেন শান্তি বজায় রাখতে মানুষ একসম্মতিতে একটি সর্বশক্তিমান রাষ্ট্র (লেভিয়াথান) গঠন করে। অন্যান্য বিকল্প যেমন Niccolo Machiavelli 'The Prince'–এ শাসকের কূটনীতি ও শক্তি নিয়ে আলোচনা করেন; David Hume যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের ভিত্তি স্থাপন করেন; আর Immanuel Kant নৈতিকতা ও যুক্তির ভিত্তিতে শাসন নিয়ে চিন্তা করেন। কিন্তু ‘Leviathan’ গ্রন্থের লেখক একমাত্র Thomas Hobbes.

0
Updated: 2 months ago
The correct passive form of: Who will guide the sightseers?
Created: 2 weeks ago
A
Who will the sightseers be guided to?
B
By whom the sightseers would be guided?
C
By whom will the sightseers be guided?
D
By whom the sightseers will be guided?
Active: Who will guide the sightseers?
Passive: By whom will the sightseers be guided?
-
নিয়ম:
-
Who যুক্ত interrogative sentence-এর active voice কে passive voice-এ রূপান্তর করার সময়, প্রথমে Who এর পরিবর্তে By whom বসানো হয়
-
এরপর tense ও person অনুযায়ী modal auxiliary verb বসানো হয়
-
Active sentence-এর object passive sentence-এর subject হয়ে যায়
-
Tense অনুযায়ী কর্তার পরে be / being / been বসানো হয়
-
মূল verb-এর past participle (V3) বসানো হয়
-
বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসানো হয়
-
-
Structure: By whom + auxiliary verb + subject + V3 + ?
-
More Examples:
-
Active: Who will help you? → Passive: By whom will you be helped?
-
Active: Who has broken the glasses? → Passive: By whom have the glasses been broken?
-

0
Updated: 2 weeks ago